চেন্নাই সুপার কিংস দল। — ফাইল চিত্র।
পরের বছরের আইপিএল শুরু হতে ঢের দেরি। তার আগে একের পর এক ক্রিকেটার দল ছাড়ার অনুরোধ জানাচ্ছেন। সঞ্জু স্যামসনের পর এ বার সেই তালিকায় সংযোজন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চেন্নাইকে অনুরোধ করেছেন, মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হোক।
কী কারণে অশ্বিন দল ছাড়তে চাইছেন তা এখনও পরিষ্কার নয়। তবে শুধু দল নয়, সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশন্সের পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন তিনি। এই পদে থেকে আইপিএলের অন্য দলে যোগ দিলে স্বার্থের সংঘাত হত। অশ্বিন সেটা চান না।
গত কয়েক দিন ধরে চেন্নাইয়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আলোচনা করে পরের মরসুমের দল গোছানোর কাজ করছেন তিনি। অশ্বিনকে অন্য দলে বিক্রি করে দেওয়া হবে না কি নিলামে তোলা হবে, তা এখনও স্পষ্ট নয়।
এক দশক পরে চেন্নাইয়ে ফিরেছিলেন অশ্বিন। গত বারের নিলামে তাঁকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট পেয়েছিলেন। ম্যাচে প্রভাব ফেলতে না পারার কারণে বার বার তাঁকে সমালোচিত হতে হয়েছে।
সমস্যা হয়েছিল মাঠের বাইরেও। আইপিএলে চেন্নাইয়ের অভিযান শেষ হওয়ার পর অশ্বিনের ইউটিউব চ্যানেলে চেন্নাই বিরোধী মন্তব্য করেছিলেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। কেন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সেই সব মন্তব্য সম্প্রচার করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। চাপের মুখে অশ্বিন সেই ভিডিয়ো মুছে দেন এবং প্রকাশ্যে ক্ষমাও চান।