Cricket World Record

ক্রিকেটে বিশ্বরেকর্ড! সবচেয়ে কম বয়সে দেশকে নেতৃত্ব দেওয়ার নজির ক্রোয়েশিয়ার নাবালক ভুকুসিচের

ক্রোয়েশিয়ার জ়াচ ভুকুসিচ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন। বিশ্বের প্রথম নাবালক অধিনায়ক হলেন তিনি। সাইপ্রাসের বিরুদ্ধে এই নজির গড়লেন তরুণ অলরাউন্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৬:৪১
Share:

জ়াচ ভুকুসিচ। ছবি: এক্স।

ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার জ়াচ ভুকুসিচ। বৃহস্পতিবার তিনি সাইপ্রাসের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসাবে মাঠে নামার সঙ্গে সঙ্গে ভুকুসিচ নতুন নজির গড়েছেন।

Advertisement

বৃহস্পতিবার ভুকুসিচের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। অর্থাৎ সাবালক হওয়ার আগেই দেশের নেতৃত্ব পেয়ে গেলেন ছ’টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা অলরাউন্ডার। তাঁর আগে এত কম বয়সে কেউ আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেননি। তিনিই হলেন ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক। তিনি ভেঙে দিলেন ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক নোমান আমজাদের নজির। ২০২২ সালের জুলাই মাসে তিনি ১৮ বছর ২৪ দিন বয়সে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম নেতৃত্ব দেন ফ্রান্সকে। সেই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল চেচিয়া। এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন কার্ল হার্টম্যান। তিনি ১৮ বছর ২৭৬ দিন বয়সে আইস অফ ম্যানকে নেতৃত্ব দিয়েছিলেন। তালিকায় চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার লুসানজ়ুনডুই এরডেনবুলগান। তিনি ১৮ বছর ৩২৪ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন।

টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়ক আফগানিস্তানের রশিদ খান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ১৯ বছর ১৬৫ দিন বয়সে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন এক দিনের আন্তর্জাতিক ম্যাচে। সব মিলিয়ে রশিদ পঞ্চম কনিষ্ঠতম আন্তর্জাতিক অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement