India vs England 2025

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের মাত্র একটাই পিচ পাশ করল পরীক্ষায়! কাকে কত নম্বর দিল আইসিসি?

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের প্রথম চারটি ম্যাচের পিচ এবং আউটফিল্ডের রেটিং দিয়েছে আইসিসি। ইংরেজদের তৈরি পিচ খুশি করতে পারেনি আইসিসির বিশেষজ্ঞদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৬:১৬
Share:

ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টের পিচ। —ফাইল চিত্র।

এক সপ্তাহও হয়নি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শেষ হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল ২-২। পাঁচটা টেস্টেই লড়াই হয়েছে পঞ্চম দিন পর্যন্ত। বেশ কিছু নজির গড়েছেন দু’দলের ক্রিকেটারেরা। তবু টেস্ট সিরিজ়ের পিচগুলো পছন্দ হয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)।

Advertisement

ওভাল টেস্টের আগে পিচ দেখাকে কেন্দ্র করে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বাক্‌যুদ্ধে জড়ান পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের সঙ্গে। সবুজ ২২ গজে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৬ রানে জিতেছিলেন শুভমন গিলেরা। ওভালের সেই পিচ নিয়ে এখনও মতামত জানায়নি আইসিসি। তবে সিরিজ়ের প্রথম চারটি টেস্টের পিচ এবং আউটফিল্ড সম্পর্কে মতামত জানিয়েছে আইসিসি।

ভারত- ইংল্যান্ড প্রথম টেস্ট হয়েছিল লিডসে। হেডিংলির সেই ২২ গজকে ‘খুব ভাল’ বলেছে আইসিসি। হেডিংলির আউটফিল্ড সম্পর্কেও ‘খুব ভাল’ লেখা হয়েছে রিপোর্টে। ভারত- ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট হয়েছিল বার্মিংহ্যামে। এজবাস্টনের সেই পিচকে ‘সন্তোষজনক’ বলেছে আইসিসি। আউটফিল্ডকে ‘খুব ভাল’ বলা হয়েছে। ভারত- ইংল্যান্ড তৃতীয় টেস্ট হয়েছিল লন্ডনে। লর্ডের ২২ গজও খুশি করতে পারেনি আইসিসিকে। তৃতীয় টেস্টের পিচকেও ‘সন্তোষজনক’ বলা হয়েছে। আউটফিল্ডকে ‘খুব ভাল’ বলা হয়েছে। ভারত- ইংল্যান্ড চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে। ম্যাঞ্চেস্টারের সেই পিচকেও ‘সন্তোষজনক’ বলেছে আইসিসি। তবে প্রশংসা করা হয়েছে ‘খুব ভাল’ আউটফিল্ডের।

Advertisement

বেন স্টোকসদের সঙ্গে শুভমনদের হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেও পিচের উপর খুশি নন আইসিসির বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement