Cristiano Ronaldo

নিজের দেশের ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক রোনাল্ডোর, প্রাক্‌মরসুম প্রস্তুতি ম্যাচে বড় জয় আল নাসেরের

গত মাসেই আল নাসেরের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পর মরসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন চেনা ফর্মেই রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৫:৪৬
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সহজ জয় আল নাসেরের। প্রাক্‌ মরসুম প্রস্তুতি ম্যাচে রিও এভের মুখোমুখি হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব। রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে ৪-০ ব্যবধানে জয় পেল তারা।

Advertisement

মরসুমের শুরুতেই চেনা ফর্মে রোনাল্ডো। প্রতিপক্ষের সব প্রতিরোধ একাই শেষ করে দিলেন ৪০ বছরের সিআর সেভেন। প্রস্তুতি ম্যাচে রোনল্ডোর দল মুখোমুখি হয়েছিল তাঁরই দেশের ক্লাবের। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল আল নাসেরের। দলের হয়ে ১৫ মিনিটে প্রথম গোল করেন মহম্মদ সিমাকান। এর পর বাকি ম্যাচ শুধু রোনল্ডোময়।

৪৪ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। জায়ো ফেলিক্সের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দ্রুত গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো। পোস্টের ডান দিক থেকে আলতো টাচে প্রতিপক্ষের একাধিক ফুটবলারকে ধোঁকা দিয়ে গোল করেন তিনি। ৬৩ মিনিটে রোনাল্ডো দ্বিতীয় গোলটি করেন হেড থেকে। তৃতীয় গোলটি ৬৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পর্তুগিজ স্ট্রাইকার। রোনাল্ডোর দ্বিতীয় গোলের ১ মিনিট আগে আল নাসেরের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাদিও মানে।

Advertisement

গত মাসেই আল নাসেরের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন রোনাল্ডো। ২০২৭ পর্যন্ত সৌদির ক্লাবের হয়েই খেলবেন তিনি। মরসুম শুরুর আগেই রোনাল্ডো বুঝিয়ে দিলেন কেমন ফর্মে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement