বৈভব সূর্যবংশী (বাঁ দিকে) এবং সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।
রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। দলের কাছে আবেদন করেছেন যাতে পরের মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জুর দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আসেনি। তবে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণেই গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন বলে জানা গিয়েছে। এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে শুরুতে আকাশ প্রশ্ন তুলেছেন, সঞ্জু কেনই বা রাজস্থান ছাড়তে চাইবেন। এর পরেই বৈভবের প্রসঙ্গ এনেছেন। আকাশের কথায়, “কেন সঞ্জু রাজস্থান ছাড়তে চাইবে? আগের বার মহা নিলামে রাজস্থান জস বাটলারকে ছেড়ে দিয়েছিল। তার কারণ যশস্বীর সঙ্গে সঞ্জু ওপেন করতে চেয়েছিল। সঞ্জু এবং রাজস্থানের সম্পর্ক এতটাই ভাল যে ওরা বাটলারকে ছেড়ে দিতে দ্বিধা করেনি।”
তবে বৈভবের উত্থান এবং দলে সঞ্জুর দাপট কমে যাওয়াই বিচ্ছেদের কারণ হতে চলেছে বলে মত আকাশের। তিনি বলেছেন, “কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে এবং কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর। এখন মনে হয় সেটা আর নেই। বৈভব সূর্যবংশী এসে গিয়েছে। ফলে দলের দু’জন ওপেনার তৈরি। ধ্রুব জুরেলকেও উপরের দিকে খেলাতে হবে। তাই জন্যই সঞ্জু দল ছাড়তে চাইছে। তবে সঞ্জু এবং রাজস্থানের কর্তাদের মনের মধ্যে কী চলছে সেটা জানি না।”
গত মরসুমে সঞ্জু চোট পাওয়ার সময় অভিষেক হয় বৈভবের। আবির্ভাবেই চমকে দেন ১৪ বছরের ক্রিকেটার। গুজরাতের বিরুদ্ধে শতরান করেন। ফলে সঞ্জুর জায়গা তখনই নড়বড়ে হয়ে গিয়েছিল।
সঞ্জু কোথায় যাবেন তা এখনও ঠিক হয়নি। হয়তো চেন্নাইয়ে সরাসরি তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে। আকাশের মতে, সঞ্জুর জন্য ঝাঁপানো উচিত কলকাতার। আকাশ বলেছেন, “প্রথমেই আমার মাথায় যে নামটা আসছে সেটা চেন্নাই নয়। আমার মতে, কলকাতার উচিত সঞ্জুর জন্য ঝাঁপানো। ওদের দলে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার নেই। দ্বিতীয়ত, যদি একজন অধিনায়ক পান তাতে ক্ষতি কী?”