Chris Woakes

ক্রিকেটজীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন ইংরেজ পেসার, অস্ত্রোপচার না করিয়েই অ্যাশেজ়ে খেলার পরিকল্পনা ওকসের

চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে সুস্থ হতে চান ক্রিস ওকস। অ্যাশেজ় সিরিজ় খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১২:৫৯
Share:

ক্রিস ওকস। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যায় ক্রিস ওকসের। ছিটকে যান ম্যাচ থেকে। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন ওকস। বিশেষ লক্ষ্য পূরণের জন্য বিকল্প চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে চাইছেন ইংল্যান্ডের অলরাউন্ডার।

Advertisement

ওকসের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ় সিরিজ় খেলা। অস্ত্রোপচার করালে সুস্থ হয়ে তাঁর পক্ষে অ্যাশেজ় খেলা কঠিন। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে অ্যাশেজ় সিরিজ়ের অর্ধেক শেষ হয়ে যেতে পারে। তাই এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন ওকস। রিহ্যাবের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে চাইছেন তিনি। নিজের ক্রিকেটজীবনকে বড় ঝুঁকির মুখে ফেলে দিয়েই মাঠে ফিরতে চাইছেন।

বিবিসিকে ওকস বলেছেন, ‘‘জানি আবার সমস্যা হতে পারে। বিষয়টা ঝুঁকির হতে পারে, তা-ও জানি। তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিয়োদের সঙ্গে কথা বলেছি। অস্ত্রোপচার করালে সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। অর্থাৎ অ্যাশেজ় সিরিজ় শুরু হয়ে যাবে। তাই ব্যাপারটা আমার জটিল মনে হচ্ছে। রিহ্যাবের মাধ্যমে আট সপ্তাহে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই বিকল্প পদ্ধতিটাই ঠিক হবে বলে মনে হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সব রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেব।’’

Advertisement

অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্ট পার্‌থে শুরু হবে ২১ নভেম্বর। সেই হিসাবে ওকসের হাতে সময় রয়েছে প্রায় সাড়ে তিন মাস। অস্ত্রোপচার করালে তাঁর মাঠে ফিরতে অ্যাশেজ় সিরিজ়ের অর্ধেক হয়ে যাবে। তাই ঝুঁকির জেনেও রিহ্যাবের মাধ্যমে সুস্থ হতে চাইছেন ইংরেজ অলরাউন্ডার। অ্যাশেজ় থেকে দূরে থাকতে চাইছেন না। প্রয়োজন হলে অ্যাশেজ়ের পর অস্ত্রোপচার করাতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement