England Women vs India Women

মহিলাদের এক দিনের ম্যাচে বিতর্ক, ইচ্ছা করে বল আটকানোর অভিযোগ ইংরেজ ব্যাটারের বিরুদ্ধে, কী বলছে নিয়ম?

ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে একটি রান আউটের আবেদনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। ইংরেজ ব্যাটার ট্যামি বিউমন্টের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে বল আটকানোর অভিযোগ উঠেছে। নিয়ম কী বলছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৫৫
Share:

ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন বিউমন্ট (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরে গিয়েছে ভারত। তবে সেই ম্যাচে একটি রান আউটের আবেদনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। ইংরেজ ব্যাটার ট্যামি বিউমন্টের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে বল আটকানোর অভিযোগ উঠেছে। তবে আম্পায়ার নট আউট দিয়েছেন বিউমন্টকে। নিয়ম বলছে, ভুল কাজ করেননি আম্পায়ার।

Advertisement

ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে ঘটে ঘটনাটি। দীপ্তি শর্মার বল এগিয়ে এসে মিড উইকেটে খেলেন বিউমন্ট। জেমাইমা রদ্রিগেস ফিল্ডিং করছিলেন সেখানে। বল দ্রুত কুড়িয়ে তিনি স্ট্রাইকারের প্রান্তে ছুড়ে দেন। বল বিউমন্টের ডান পায়ে লেগে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে ভারতীয় দল আবেদন জানায়। তাদের দাবি ছিল, বিউমন্ট ইচ্ছা করে বল আটকেছেন। না হলে রান আউট হয়ে যেতেন।

ভারতের আবেদনের গুরুত্ব বুঝে মাঠের দুই আম্পায়ার রব হোয়াইট এবং আনা হ্যারিস নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ভার দেন তৃতীয় আম্পায়ারকে। রিপ্লে-তে দেখা যায়, উইকেটরক্ষক রিচা ঘোষ বল ধরতে ব্যর্থ হয়েছেন। একই মুহূর্তে, বিউমন্টের বাঁ পা ক্রিজ়ের মধ্যে ঢুকে গিয়েছিল। তার পর বল এসে তাঁর ডান পায়ে লাগে।

Advertisement

ভাল করে রিপ্লে দেখার পর আম্পায়ার বিউমন্টকে নট আউট দেন। নিয়ম বলছে, যদি অনিচ্ছাকৃত ভাবে বা আঘাত পাওয়া এড়াতে কোনও ব্যাটার বল আটকে দেন, তা হলে তিনি আউট নন। তৃতীয় আম্পায়ারের মতে, বিউমন্টের পায়ে বল লেগেছিল অনিচ্ছাকৃত ভাবে। তাই তাঁকে নট আউট দেওয়া হয়েছে।

ভারতীয় দল বিতর্ক বাড়াতে রাজি নয়। ওপেনার স্মৃতি মন্ধানা বলেছেন, “আমি যেখানে ছিলাম সেখান থেকে ঘটনাটি ভাল দেখতেই পাইনি। জেমাইমা কিছু দেখেছিল বলেই আবেদন করেছিল। তবে আম্পায়ারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement