Jacob Bethell

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ১৩৬ বছরের পুরনো নজির ভাঙার পথে বেথেল, কী করলেন ২১ বছরের ক্রিকেটার?

ইতিহাস গড়তে চলেছেন জেকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেটার দেশের ১৩৬ বছরের পুরনো একটা নজির ভেঙে দিতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ২৩:০৪
Share:

জেকব বেথেল। ছবি: সমাজমাধ্যম।

ইতিহাস গড়তে চলেছেন জেকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেটার দেশের ১৩৬ বছরের পুরনো একটা নজির ভেঙে দিতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ়‌ে দেশকে নেতৃত্ব দেবেন বেথেল। সম্প্রতি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম।

Advertisement

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির রয়েছে মন্টি বাউডেনের। ১৮৮৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়ক আউব্রে স্মিথ জ্বরে অসুস্থ হয়ে পড়ায় বাউডেনকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক। তবে আয়ারল্যান্ড সিরিজ়ে তাঁকে এবং দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’-এ খেলছেন ব্রুক। আবার সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে নেতৃত্ব দেবেন।

Advertisement

ইংল্যান্ডের প্রধান নির্বাচক লিউক রাইট বলেছেন, “দলে আসার পর থেকে বেথেলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আকৃষ্ট করেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়‌ ওকে আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতা আরও শানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।”

২০০৩-এ বার্বাডোজ়ে জন্ম বেথেলের। কৈশোরে বাবা-মায়ের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেট খেলে বেড়ে উঠেছেন। ২০২২-এ ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলে নজরে আসেন। গত বছর সিনিয়র দলে সব ফরম্যাটেই অভিষেক হয়েছে। আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়েও খেলেছেন গত মরসুমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement