সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।
আইপিএলের মিনি নিলাম এখনও বেশ কিছুটা দেরি। তার আগেই সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছে কেকেআর। চেন্নাইয়ে সঞ্জুর যাওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় সুযোগ হাতছাড়া করতে চাইছে না শাহরুখ খানের দল। দুই ক্রিকেটারের নাম তৈরি রেখেছে তারা। তাঁদের একজনকে সঞ্জুর পরিবর্তে রাজস্থানে বিক্রি করে দিতে চায় কেকেআর।
রাজস্থান থেকে সরাসরি সঞ্জুকে দলে নিতে চায় কেকেআর। অর্থাৎ, ‘ট্রেডিং’-এর মাধ্যমে ভারতীয় উইকেটকিপারকে দলে নিতে চায় তারা। ঠিক এ ভাবেই গুজরাত থেকে হার্দিক পাণ্ড্যকে নিয়েছিল মুম্বই। সঞ্জুকে চেন্নাইয়ে বিক্রি করে দিতে রাজি রাজস্থান। বিকল্প হিসাবে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা বা শিবম দুবের একজনকে চাইছে তারা। চেন্নাই কোনও ক্রিকেটারকেই বিক্রি করতে রাজি নয়।
কেকেআরের অবস্থান আলাদা। তারা অঙ্গকৃশ রঘুবংশী এবং রমনদীপ সিংহের মধ্যে একজনকে রাজস্থানে বিক্রি করে দিতে রাজি। রাজস্থান কাকে নিতে চায় তার উপর বিষয়টা নির্ভর করছে।
উইকেটকিপারের পজিশন নিয়ে কেকেআরের সমস্যা দীর্ঘ দিনের। গত কয়েক মরসুমে কুইন্টন ডি’কক বা রহমানুল্লাহ গুরবাজ় কেউই ভরসা দিতে পারেননি। একজন ভারতীয় কিপার নিতে চাইছে কেকেআর। মিনি নিলামে তা পাওয়া সম্ভব নয় বুঝেই সঞ্জুকে নেওয়ার জোরদার চেষ্টা করা হচ্ছে।
শুধু কিপার সমস্যা মেটানোই নয়, টপ অর্ডারে একজন ভাল ভারতীয় ব্যাটারও দরকার কেকেআরের। সঞ্জুকে দিয়ে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মত কেকেআরের। তাই অঙ্গকৃশের মতো ফর্মে থাকা ক্রিকেটারকেও ছাড়তে রাজি তারা।