জো রুট। —ফাইল চিত্র।
ব্যাট হাতে নামলেই নজির গড়ছেন জো রুট। ওভালে জোড়া মাইলফলকে পৌঁছলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করার সময় সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন তিনি। এখন রুটের সামনে শুধুই রিকি পন্টিং।
দেশের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন রুট। ওভালে প্রথম ইনিংসে ২৯ রান করেছেন তিনি। টেস্টে ইংল্যান্ডের মাটিতে তাঁর রান ৭২২০। ভারতের মাটিতে টেস্টে সচিনের রান ৭২১৬। এই ইনিংসেই তাঁকে টপকেছেন রুট।
শীর্ষে রয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৭৫৭৮ রান করেছেন তিনি। তবে রুটের সামনে এখনও অনেক টেস্ট পড়ে। খুব তাড়াতাড়ি পন্টিংকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন ইংরেজ ব্যাটার। এই তালিকায় চার নম্বরে রয়েছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে ৭১৬৭ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ৭০৩৫ রান করে পাঁচ নম্বরে রয়েছেন জাক কালিস।
এই ইনিংসের পর টেস্টে ভারতের বিরুদ্ধে ২০০০ রান হয়েছে রুটের। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যাটার যিনি একটা নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্টে ২০০০ বা তার বেশি রান করেছেন। শীর্ষে রয়েছেন স্যর ডন ব্র্যাডম্যান। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫৪ রান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার।