Akash Deep Mocks Ben Duckett

ডাকেটকে আউট করে গলা জড়িয়ে ‘বিদায়’ জানালেন আকাশদীপ! জরিমানা ডেকে আনলেন কি বাংলার পেসার?

বেন ডাকেটকে আউট করে কি তাঁকে বিদ্রুপ করেছেন আকাশদীপ? ভারতীয় পেসারের কাজে তেমনটাই মনে করছেন ধারাভাষ্যকারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৭:৫৪
Share:

বেন ডাকেটকে (বাঁ দিকে) আউট করে তাঁর গলা জড়িয়ে ধরেছেন আকাশদীপ। পিছনে লোকেশ রাহুল। ছবি: সমাজমাধ্যম।

ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই বেন ডাকেটের সঙ্গে লেগে গিয়েছিল আকাশদীপের। সেই আকাশদীপের বলেই আউট হয়েছেন ডাকেট। আউট করার পর কি তাঁকে বিদ্রুপ করেছেন আকাশদীপ? যে ভাবে তাঁর গলা জড়িয়ে ধরে তাঁকে আকাশদীপ ‘বিদায়’ জানিয়েছেন তাতে তেমনটাই মনে করছেন ধারাভাষ্যকারেরা। এই কাজের জন্য জরিমানার মুখে পড়তে পারেন বাংলার পেসার।

Advertisement

শুরুটা হয় আকাশদীপের তৃতীয় ওভারে। তাঁর একটা বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে মারার চেষ্টা করেন ডাকেট। ব্যাটে-বলে হয়নি। আকাশদীপ ডাকেটের কাছে গিয়ে কিছু একটা বলেন। ডাকেটও জবাব দেন। আকাশদীপের পরের বলেই রিভার্স স্কুপে চার মারেন তিনি।

তার পর থেকে দুই ক্রিকেটারের লড়াই চলছিল। মাঝেমাঝেই আকাশদীপের বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে মারার চেষ্টা করছিলেন ডাকেট। কোনও বল লাগছিল। কোনওটা লাগছিল না। একটা বল ডাকেটের প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করেন আকাশদীপ। আম্পায়ার আউট না দিলে শুভমন গিলকে রিভিউ নেওয়ার জন্য জোর করেন। দেখা যায়, বল উইকেটের উপর দিয়ে যাচ্ছে। আকাশদীপের পরের ওভারেই তিনটে চার মারেন ডাকেট।

Advertisement

৩৮ বলে ৪৩ রান করে আকাশদীপের বলে আরও এক বার রিভার্স স্কুপ মারার চেষ্টা করেন ডাকেট। এ বার বল ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক ধ্রুব জুরেল ক্যাচ ধরেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন ডাকেট। তার পরে দেখা যায়, আকাশদীপ ডাকেটের গলা জড়িয়ে ধরে কিছু একটা বলছেন। তাঁর মুখে হাসি থাকলেও ধারাভাষ্যকারদের মনে হয়েছে বিদ্রুপ করছেন তিনি। ডাকেটের মুখে কিন্তু হাসি ছিল না। কিছু ক্ষণের মধ্যে আকাশদীপকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। সাজঘরে ফেরার সময় ডাকেটকে দেখে বোঝা যাচ্ছিল আকাশদীপের কথায় ক্ষুব্ধ তিনি।

সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর, চেতেশ্বর পুজারা। তাঁদেরও মনে হয়েছে, ডাকেটকে আউট করে নিজেকে ধরে রাখতে পারেননি আকাশদীপ। কিন্তু ওই পরিস্থিতিতে ভারতীয় বোলারের ওভাবে গলা জড়িয়ে কথা বলা উচিত হয়নি বলে মনে করেছেন তাঁরা। এই কাজের জন্য শাস্তিও পেতে পারেন বাংলার পেসার। এর আগে ডাকেটকে বিদ্রুপ করে জরিমানা দিতে হয়েছে মহম্মদ সিরাজকে। তাঁকে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। সেই ঘটনা কি এ বার ঘটবে আকাশদীপের সঙ্গে?

আকাশদীপের সঙ্গে ডাকেটের লড়াই নতুন নয়। দুই ক্রিকেটার পাঁচ ইনিংসে মুখোমুখি হয়েছেন। আকাশদীপের ৫৫ বলে ৪০ রান করেছেন ডাকেট। তাঁকে চার বার আউট করেছেন আকাশদীপ। সেই লড়াই দেখা গেল ওভালেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement