India vs England 2025

লর্ডসে জয়ের ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, আরও শক্তিশালী স্টোকসদের বোলিং শক্তি

ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের জন্য মঙ্গলবার ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। তৃতীয় টেস্টের দলে দু’টি পরিবর্তন হয়েছে। বোলিং শক্তি আরও বাড়িয়ে ম্যাঞ্চেস্টারে নামবেন বেন স্টোকসেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:০২
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

লর্ডসে রুদ্ধশ্বাস লড়াই জেতার ২৪ ঘণ্টার মধ্যে ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। শক্তিশালী করা হয়েছে বোলিং আক্রমণ।

Advertisement

চোটের জন্য ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লিয়াম ডসনকে। আট বছর পর টেস্ট দলে ফিরলেন ৩৫ বছরের ক্রিকেটার। এ ছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন জোরে বোলার গাস অ্যাটকিনসন। ম্যাঞ্চেস্টারে জফ্রা আর্চারের সঙ্গে অ্যাটকিনসনকেও খেলাতে পারেন বেন স্টোকসেরা। তাতে ইংল্যান্ডের নতুন বলে আক্রমণ আরও শক্তিশালী হবে। ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘‘যোগ্য হিসাবেই ডসন টেস্ট দলে ডাক পেয়েছে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ভাবে বেশ ভাল পারফর্ম করেছে ডসন। অ্যাটকিনসনও ফিট।’’

বশিরের পরিবর্তে ডসন প্রথম একাদশে থাকলে ইংল্যান্ডে ব্যাটিং শক্তিও বৃদ্ধি পাবে। ডসন মূলত অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ২.৫৫ রান। ব্যাট হাতে করেছেন ৫৩৬ রান। গড় ৪৪.৬৬। সর্বোচ্চ ১৩৯। টেস্ট ক্রিকেটে তিনি সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালে চেন্নাইয়ে অপরাজিত ৬৬ রান করেন। ৩৫ বছরের স্পিনার ব্যাট হাতে ভাল স্পিন খেলতে পারেন। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। পাঁচ টেস্টের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন স্টোকসেরা।

Advertisement

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং এবং ক্রিস ওকস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement