জফ্রা আর্চার। ছবি: রয়টার্স।
অ্যাশেজ় সিরিজ়ের চতুর্থ টেস্টের আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য বাকি সিরিজ় থেকে ছিটকে গেলেন জফ্রা আর্চার। মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে জায়গা হল না অলি পোপের। ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকা বেন স্টোকসেরা বুধবারই জানিয়ে দিলেন বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আর্চারের পেটের বাঁ দিকের পেশিতে টান ধরেছে। অ্যাশেজ় সিরিজ়ে তাঁর পক্ষে আর খেলা সম্ভব নয়। তাঁর জায়গায় মেলবোর্নে খেলবেন গাস অ্যাটকিনসন। ব্রিসবেন টেস্টের পর হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছেন মার্ক উড। ইংল্যান্ডের দ্বিতীয় জোরে বোলার হিসাবে অ্যাশেজ় সিরিজ় থেকে ছিটকে গেলেন আর্চার। স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকা স্টোকসদের বিপদ আরও বাড়ল। উল্লেখ্য, আর্চার ব্যাট হাতেও দলকে সাহায্য করছিলেন।
এ ছাড়া টানা ব্যর্থতার জন্য চতুর্থ টেস্টের প্রথম একাদশে জায়গা হয়নি পোপের। ছ’টি ইনিংসে তিনি করেছেন ১২৫ রান। তার মধ্যে প্রথম টেস্টে করেন ৭৯ রান। তাঁর পরিবর্তে তিন নম্বরে ব্যাট করবেন জেকব বেথেল।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টং।