MS Dhoni

খুদে বন্ধুর সঙ্গে খুনসুটি ধোনির, ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তার ছেলের সঙ্গে মেতে মাহি

আইপিএলের পর ক্রিকেটীয় ব্যস্ততা বা চাপ নেই মহেন্দ্র সিংহ ধোনির। রাঁচিতে হালকা মেজাজেই রয়েছেন তিনি। এর মধ্যেই এক খুদের সঙ্গে জমে উঠেছে তাঁর বন্ধুত্ব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২০:০৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

নতুন বন্ধুর সঙ্গে মজে মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল শেষ হওয়ার পর ক্রিকেটীয় ব্যস্ততা, চাপ নেই। তাই বেশ খোশ মেজাজে রয়েছেন মাহি। ঝাড়খণ্ডের এক ক্রিকেট কর্তার ছেলের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

খেলা বা অনুশীলন না থাকলেও ফিটনেস বজায় রাখার ব্যাপারে সচেতন মাহি। রাঁচিতে ফিরে সেই চেষ্টাই করছেন তিনি। জিমে যাচ্ছেন। সেখানেই নতুন এক খুদে বন্ধু হয়েছে তাঁর। সমাজমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ তিওয়ারি। তাতে জিমে একটি ছোট্ট ছেলের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে ধোনিকে। ভিডিয়োর সঙ্গে তিওয়ারি লিখেছেন, ‘‘মাহি ভাইয়া আমার ছেলে সৌরিশের সঙ্গে খেলছে।’’ তিওয়ারির পোস্ট করা ভিডিয়ো ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ আইপিএল শেষ হওয়ার পর প্রথম বার দেখা গেল ধোনিকে।

ভারতের হয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন ঝাড়খণ্ডের তিওয়ারি। ধোনির ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত ক্রিকেট মহলে। ২০১০ সালে বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। তিওয়ারি এখন ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement