IPL 2025

জল্পনার অবসান, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন বুমরাহ, কবে আইপিএলে খেলবেন?

জসপ্রীত বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড। তাঁর উপর নজর রাখতে বলা হয়েছে মুম্বই কর্তৃপক্ষকে। দেখতে হবে জোরে বোলারের কোনও সমস্যা হচ্ছে কি না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১১:৪৭
Share:

যশপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

প্রত্যাশামতো রবিবার সকালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন জসপ্রীত বুমরাহ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিমের রিপোর্টে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাঁকে খেলার অনুমতি দিয়েছে। চোট সারিয়ে ফেরা বুমরাহের মুম্বইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনও বাধা নেই।

Advertisement

বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের যোগদানের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন মুম্বই কর্তৃপক্ষ। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বই। দলের সঙ্গে যোগ দিলেও সোমবারের ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। তাঁকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বুমরাহের উপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বই কর্তৃপক্ষকে। দেখতে হবে জোরে বোলারের কোনও সমস্যা হচ্ছে কি না। তবে বুমরাহ যোগ দেওয়ায় হার্দিক পাণ্ড্যের দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তার আগে গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বুমরাহ। অক্ষর পটেলদের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েক দিন সময় থাকায় হার্দিকেরা নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেই ম্যাচগুলিতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বুমরাহ।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement