BBL 2026

স্মিথ-বাবরদের ম্যাচের মাঝে কালো ধোঁয়ায় ঢাকল স্টেডিয়ামের একাংশ! বিবিএলের ম্যাচে আতঙ্ক

বিবিএলের প্লেঅফ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পার্‌থ স্করচার্স এবং সিডনি সিক্সার্স। সেই ম্যাচ চলাকালীন অপটাস স্টেডিয়ামের বাইরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেডিয়ামের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৮:১৭
Share:

ধোঁয়ায় ঢাকা পার্‌থের অপটাস স্টেডিয়াম। ছবি: এক্স।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আগুন আতঙ্ক। মঙ্গলবার স্টিভ স্মিথ, বাবর আজ়মদের ম্যাচ চলাকালীন পার্‌থের অপটাস স্টেডিয়ামের বাইরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় স্টেডিয়ামের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তবে সংশ্লিষ্ট সকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে স্টেডিয়ামের বাইরের আগুন।

Advertisement

বিপিএলের গুরুত্বপূর্ণ প্লেঅফ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পার্‌থ স্করচার্স এবং সিডনি সিক্সার্স। পার্‌থের ইনিংসের ১৬তম ওভার চলার সময় হঠাৎ স্টেডিয়ামের একাংশে কালো ধোঁয়া দেখা যায়। সে সময় ব্যাট করছিলেন পার্‌থের অধিনায়ক অ্যাশ্টন টার্নার এবং ঝেই রিচার্ডসন। পার‌্থের রান ছিল ৬ উইকেটে ১১২। ধোঁয়ায় স্টেডিয়ামের একাংশ ঢেকে যাওয়ায় ভিতরে এবং বাইরে থাকা ক্রিকেটপ্রেমীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীরা। তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করেন তাঁরা। কারও কোনও চোট-আঘাত লাগেনি এই ঘটনায়। ধোঁয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ঘটনায় বিবিএলের ম্যাচে কোনও প্রভাব পড়েনি। খেলা বন্ধও করতে হয়নি। জানা গিয়েছে, স্টেডিয়ামের বাইরে জঞ্জাল পোড়াতে গিয়ে কোনও ভাবে আগুন বড় হয়ে যায়। তাতেই তৈরি হয় আতঙ্ক। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অন্যতম আধুনিক স্টেডিয়াম পার্‌থের অপটাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement