লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর প্রথম এক দিনের ম্যাচে প্রথম একাদশ নিয়ে ঝুঁকি নিল না ভারতীয় শিবির। লোকেশ রাহুলের দলে কোনও চমক নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি –সহ পরীক্ষিতদের নিয়েই দল তৈরি করেছেন গৌতম গম্ভীরেরা।
প্রায় দু’বছর ভারতের হয়ে এক দিনের ম্যাচ খেলবেন রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের সুবাদে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনির শহরে তাঁকে প্রথম একাদশে রেখেছে ভারতীয় শিবিরও। রুতুরাজ ছাড়া দলে বিশেষ চমক নেই। ১১ জনের মধ্যে জায়গা হয়নি ঋষভ পন্থের। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন অধিনায়ক রাহুলই।
তিন জন জোরে বোলার এবং তিন জন স্পিনার নিয়ে দল সাজিয়ে ভারত। রয়েছেন দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা। রোহিতের ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নামবেন কোহলি। চার নম্বরে সম্ভবত নামবেন রুতুরাজ।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ।