KKR vs SRH match today

৫ কারণ: ইডেনে কামিন্সের হায়দরাবাদকে কী ভাবে উড়িয়ে দিল রাহানের কলকাতা

ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথম বার জিতল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ৮০ রানে। কলকাতার জয়ের পাঁচ কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার ডট কম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২৩:০৭
Share:

নারাইনের (বাঁ দিকে) সঙ্গে উচ্ছ্বাস রাসেলের। মাঝে রাহানে। ছবি: পিটিআই।

ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথম বার জিতল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ৮০ রানে। মুম্বইয়ের কাছে হারের পর আবার জয়ে ফিরল অজিঙ্ক রাহানের দল। কলকাতার জয়ের পাঁচ কারণ বিশ্লেষণ করল আনন্দবাজার ডট কম।

Advertisement

বেঙ্কটেশের রানে ফেরা

আইপিএলে অনেক কথা হচ্ছিল বেঙ্কটেশ আয়ারের অফ ফর্ম নিয়ে। ‘টাকা পেয়ে মাথা ঘুরে গিয়েছে’, ‘অযোগ্য ক্রিকেটারের পিছনে টাকা খরচ করেছে কেকেআর’, ইত্যাদি বিশ্লেষণ বেশির ভাগ জায়গাতেই দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার বেঙ্কটেশ আপাতত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। ইডেনের মন্থর উইকেটে তাঁর ২৯ বলে ৬০ রানের ইনিংস প্রায় শতরানের সমান। গোটা ইনিংসেই আগ্রাসী খেলেছেন তিনি। হায়দরাবাদের কোনও বোলারকেই রেয়াত করেননি। তবে বেঙ্কটেশকে বুঝতে হবে, লম্বা লিগে ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে। না হলে আবার শুরু হতে পারে সমালোচনা।

Advertisement

রাহানে-অঙ্গকৃষের জুটি

তৃতীয় ওভারের মধ্যে কুইন্টন ডি’কক এবং সুনীল নারাইন ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল কেকেআর। আর একটি বা দু’টি উইকেট হারালেই খেলা ওখানে শেষ হয়ে যেত। চাপের মুখে ঠান্ডা মাথায় খেললেন অঙ্গকৃষ রঘুবংশী এবং অজিঙ্ক রাহানে। অকারণে তাড়াহুড়ো করলেন না। রাহানে ৩৮ করলেন। অঙ্গকৃষ ৫০ করলেন। তৃতীয় উইকেটে দু’জনের ৮১ রানের জুটি িত তৈরি করে দিয়ে গেল কেকেআরের। বাকি ব্যাটারেরা সেই ভিতের উপর দাঁড়িয়ে রান করলেন।

হায়দরাবাদের জঘন্য ফিল্ডিং

কেকেআরের ২০০ রানে পৌঁছনোর পিছনে হায়দরাবাদেরও অবদান রয়েছে। গোটা ম্যাচে তাদের ফিল্ডিং একেবারেই ভাল হয়নি। নীতীশ রেড্ডি ক্যাচ ফেলেছেন অঙ্গকৃষের। এ ছাড়া, বেশ কিছু ক্ষেত্রে বাড়তি কিছুটা প্রয়াস রান বাঁচাতে পারত। সেটা হয়নি। ফিল্ডারেরা সেরা ছন্দে ছিলেন না। যার ফলে অতিরিক্ত কিছু রান যোগ করেছে কেকেআর।

হায়দরাবাদের ওপেনিং জুটি নির্বিষ করে দেওয়া

আইপিএলের বাকি ন’টি দল যে জুটিকে ভয় পায়, সেই জুটিকেই নিষ্ক্রিয় করে দিয়েছে কেকেআর। দ্বিতীয় বলেই আউট হয়ে যান হেড। ভেঙে যায় ওপেনিং জুটি। প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলে হর্ষিতের হাতে ক্যাচ তুলে দেন হেড। দ্বিতীয় ওভারে ফিরে যান অভিষেকও। তিনি বেঙ্কটেশের হাতে ক্যাচ দেন হর্ষিতের বলে। ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে কেকেআরও।

পাওয়ার প্লে-তে কলকাতার দুর্দান্ত বোলিং

আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান রয়েছে হায়দরাবাদের। দ্বিতীয় সর্বোচ্চও তাদের। অথচ এই হায়দরাবাদই এ দিন ছয় ওভারে মাত্র ৩৩ রান তুলেছে। তা-ও তিনটি উইকেট হারিয়ে। দলের তিন বিধ্বংসী ব্যাটার হেড, অভিষেক এবং ঈশান কিশন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান। তৃতীয় ওভারে কামিন্দু মেন্ডিসের সহজ ক্যাচ আন্দ্রে রাসেল না ফেললে আরও একটি উইকেট পড়তে পারত হায়দরাবাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement