Controversy in Bangladesh Cricket Board

বিতর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! সিন্ডিকেট, দলবাজির অভিযোগ তুললেন প্রাক্তন কর্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে সিন্ডিকেট ও দলবাজির অভিযোগ তুলেছেন প্রাক্তন কর্তা। ‘ডেইলি স্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৩:৫৪
Share:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র।

আবার বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আগের সভাপতি নাজমুল হাসান পাপনের সময়ে স্বজনপোষণের অভিযোগ তোলা হত। এ বার বর্তমান সভাপতি আমিনুল ইসলামের আমলে সিন্ডিকেট ও দলবাজির অভিযোগ করেছেন বোর্ডের প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক। ‘ডেইলি স্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি।

Advertisement

বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কর্তা এর আগে সাড়ে ১২ বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও-র পদ সামলেছেন। চলতি বছর এপ্রিল মাসে পদত্যাগ করেছেন তিনি। এ বার তিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিরতে চান। সভাপতি পদে লড়তে চান তিনি। তবে স্বচ্ছ নির্বাচন হবে কি না তা নিয়ে চিন্তিত তিনি।

আশরাফুল বলেন, “যদি সরকার নাক না গলায় বা প্রভাব না ফেলে তা হলে আমি আবার নির্বাচনে লড়তে রাজি। যদি সরকারের প্রভাব থাকে তা হলে হয়তো আমি দাঁড়াব না। পাশাপাশি স্বচ্ছ নির্বাচন হতে হবে।”

Advertisement

তবে সেটা সম্ভব কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন আশরাফুল। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে সিন্ডিকেটের খবর পেয়েছি। ২০-৩০টা ক্লাব আছে। ওরা দলবাজি করে। অর্থের মাধ্যমে ভোট কেনার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু যদি স্বচ্ছ নির্বাচন হয় তা হলে আমার মনে হয় না কোনও সমস্যা হবে।”

আশরাফুল যে নির্বাচনে দাঁড়াতে চান, তা এক মাস আগে বলেছিলেন তিনি। কিন্তু এখনও বোর্ডের কাছ থেকে কোনও জবাব পাননি তিনি। আশরাফুল বলেন, “আমি এখনও কোনও জবাব পাইনি। কয়েক জন আমার সঙ্গে দেখা করেছেন। তাঁরা ভাল মানুষ। কিন্তু বোর্ড বা কোনও ক্লাব এখনও আমাকে কিছু জানায়নি।” আশরাফুল জানিয়েছেন, তিনি সভাপতি হলে যে বোর্ডের খোলনলচে বদলে দেবেন তা সকলে বুঝতে পারছেন। সেই কারণে তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement