Bhuvneshwar Kumar

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম ওভারে ডুবিয়েছেন! সেই অস্ট্রেলিয়ারই প্রাক্তন ক্রিকেটার ভুবির পাশে

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ভুবনেশ্বর কুমারের প্রশংসা করেছেন। তাঁর মতে, ভারতের হয়ে ডেথ ওভারে এখনও ভুবনেশ্বরেরই বল করা উচিত। তাঁর উপর ভরসা রাখছেন হেডেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৯
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম ওভারে রান গলিয়ে সমালোচনার মুখে ভুবনেশ্বর। ছবি: রয়টার্স

ভারতের হয়ে ১৯তম ওভারে বল করতে এসে তিনটি ম্যাচে দলকে ডুবিয়েছেন ভুবনেশ্বর কুমার। তার মধ্যে সাম্প্রতিকতম মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি। ভুবনেশ্বরের সমালোচনা করেছেন অনেকে। সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ভুবনেশ্বরের ডেথ বোলিং নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তিনি। কিন্তু এই সময়েও ভুবি পাশে পেয়েছেন ম্যাথু হেডেনকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের মতে, ভুবনেশ্বর ডেথ ওভারে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ডেথ ওভারে তাঁর বল করা উচিত বলে মনে করেন হেডেন।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন হেডেন। তাঁকে ভুবনেশ্বরের ডেথ ওভারে ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি বাকিদের সঙ্গে এক মত নই। আমি মনে করি ভুবনেশ্বর খুব ভাল ফিনিশারের ভূমিকা নিতে পারবে। ওটাই ওর আসল কাজ। হতে পারে পাওয়ার প্লে-তে উইকেট তোলার জন্য ওকে রোহিত শর্মার দরকার, কিন্তু শেষ দিকেও ভুবনেশ্বরকে দরকার। ওর উচিত ডেথ ওভারে বল করা।’’

হেডেন যতই প্রশংসা করুন, ভুবনেশ্বরের বোলিংয়ের সমালোচনা করেছেন গাওস্কর। মোহালিতে ১৯তম ওভারে ১৬ রান দেন ভুবি। কিন্তু মাঠে শিশিরের খুব একটা প্রভাব ছিল না বলে মনে করেন তিনি। গাওস্কর বলেন, ‘‘আমার মনে হয় না খুব একটা শিশির ছিল। বোলার বা ফিল্ডারদের তোয়ালে বার করতে দেখা যায়নি। তাই কোনও অজুহাত দেওয়া যাবে না। ভুবনেশ্বর যে ভাবে একের পর এক ম্যাচে ১৯তম ওভারে খারাপ বল করছে সেটা খুব চিন্তার।’’

Advertisement

ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ বোলার এ ভাবে রান দেওয়ায় বাকি বোলাররা আরও চাপে পড়ে যাচ্ছেন বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম ওভার করল ভুবি। তিন ওভারে ৪৯ রান দিয়েছে। মানে প্রতি বলে তিন রান। এটা খুব চিন্তার। বাকিরাও চাপে পড়ে যাচ্ছে। সেই কারণে বড় রান করেও ম্যাচ জিততে পারছে না ভারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন