Harbhajan Singh and MS Dhoni

১০ বছর কথা নেই, হঠাৎ ধোনির সঙ্গে পার্টিতে হরভজন! দুই ক্রিকেটারের সম্পর্ক ঘিরে নতুন জল্পনা

হরভজন সিংহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় ১০ বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে শেষ বার কথা বলেছিলেন। ধোনির সঙ্গে বন্ধুত্ব নেই বলেও দাবি করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২
Share:

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং হরভজন সিংহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত ডিসেম্বরে হরভজন সিংহ দাবি করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর সুসম্পর্ক নেই। তাঁরা পরস্পরের সঙ্গে কথা বলেন না। তাঁর সেই দাবির সত্যতা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সম্প্রতি একটি পার্টিতে ধোনির সঙ্গে দেখা গিয়েছে হরভজনকে।

Advertisement

এক সাক্ষাৎকারে হরভজন বলেছিলেন, ১০ বছর আগে ধোনির সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় শেষ কথা হয়েছিল দু’জনের। সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একটি পার্টিতে হরভজন এবং ধোনি দু’জনে রয়েছেন। তাঁরা হাসিমুখে বেশ কিছু ক্ষণ কথা বলেন। দেখা গিয়েছে, ধোনি চেয়ার টেনে আনতে হরভজনকে সাহায্য করছেন। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হরভজনের সঙ্গে ধোনির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

দীর্ঘ দিন একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছেন হরভজন এবং ধোনি। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে একসঙ্গে তাঁরা খেলেছেন ২১২টি ম্যাচ। ধোনির নেতৃত্বে ১৩৩টি ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন হরভজন। ২০০৭ এবং ২০১১ সালে ধোনির নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন প্রাক্তন অফস্পিনার। আইপিএলেও একসঙ্গে খেলেছেন তাঁরা।

Advertisement

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ১০ বছর যোগাযোগ না-থাকা ধোনির সঙ্গে কেন হঠাৎ পার্টি করতে গেলেন হরভজন? তা হলে কি তাঁদের মধ্যে সমস্যা মিটে গিয়েছে? উল্লেখ্য, হরভজনের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত যুবরাজ সিংহও কিছু দিন আগে জানিয়েছেন, তিনি এবং ধোনি পরস্পরের ভাল বন্ধু নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement