Sachin Tendulkar

সচিনের ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বাংলাদেশের সৌম্য, তবু পারলেন না ম্যাচ জেতাতে

দ্বিতীয় এক দিনের ম্যাচ জিতে নিল নিউ জ়িল্যান্ড। সে দেশে উপমহাদেশের ক্রিকেটার হিসাবে সব থেকে বেশি রানের ইনিংস ছিল সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড ভেঙে দিলেন সৌম্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৭
Share:

সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সে দেশে খেলতে গিয়ে রেকর্ড গড়লেন সৌম্য সরকার। বাংলাদেশের ক্রিকেটার ১৫১ বলে ১৬৯ রান করেন। দলের মোট রানের অর্ধেকের বেশি করলেন তিনি। কিন্তু ম্যাচ জেতা হল না। দ্বিতীয় এক দিনের ম্যাচ জিতে নিল নিউ জ়িল্যান্ড। সে দেশে উপমহাদেশের ক্রিকেটার হিসাবে সব থেকে বেশি রানের ইনিংস ছিল সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড ভেঙে দিলেন সৌম্য।

Advertisement

২০০৯ সালে নিউ জ়িল্যান্ডে সচিন একটি এক দিনের ম্যাচে ১৬৩ রান করেছিলেন। ক্রাইস্টচার্চের মাঠে করা সেই ইনিংসই ছিল উপমহাদেশের কোনও ব্যাটারের এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রান। ১৬৯ রান করে সচিনের সেই রেকর্ড ভেঙে দিলেন সৌম্য। তাঁর এই ইনিংস বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে বিদেশের মাটিতে করা সব থেকে বেশি রানের ইনিংস।

সৌম্য একা ১৬৯ রান করলেও বাংলাদেশ ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি। তাদের ইনিংস শেষ হয়ে যায় ২৯১ রানে। সৌম্য বাদ দিয়ে বাকিদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান। সেটা করেন মুশফিকুর রহিম। বাকি কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি।

Advertisement

বাংলাদেশের ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা। ওপেনার উইল ইয়ং করেন ৮৯ রান। অন্য ওপেনার রাচিন রবীন্দ্র করেন ৪৫ রান। তিন নম্বরে নেমে হেনরি নিকোলস করেন ৯৫ রান। শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে জয়ের রান তুলে নেন অধিনায়ক টম লাথাম (৩৪) এবং উইকেটরক্ষক টম ব্লান্ডেল (২৪)।

তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম দু’টি জিতে নিল নিউ জ়িল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে সিরিজ় তাদের। ২৩ ডিসেম্বরের ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার। তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন