Virat Kohli

ক্রিকেটারদের মধ্যে কোনও বন্ধুত্ব নেই! আইপিএল শুরুর আগে বিদ্ধ কোহলিদের বেঙ্গালুরু

আইপিএলের ১৭টি বছর কেটে গেলেও এখনও ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু। তারকা ক্রিকেটারদের নিয়েও বার বার ব্যর্থ হয়েছে তারা। আইপিএলের আগে সেই আরসিবি-কেই নিশানা করলেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১০:২৭
Share:

বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের ১৭টি বছর কেটে গেলেও এখনও ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু। তারকা ক্রিকেটারদের নিয়েও বার বার ব্যর্থ হয়েছে তারা। এ বারের আইপিএলের আগে সেই আরসিবি-কেই নিশানা করলেন প্রাক্তন ক্রিকেটার শাদাব জাকাতি। তাঁর মতে, আরসিবি-র ক্রিকেটারদের মধ্যে কোনও দিনও বন্ধুত্ব তৈরি হয়নি। তাই ট্রফি জিততে পারেনি তারা। দলে তারকা সংস্কৃতি রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে জাকাতি বলেছেন, “ক্রিকেট দলগত খেলা। ট্রফি জিততে হলে গোটা দলকে এক হয়ে খেলতে হবে। ২-৩ ক্রিকেটার কখনওই ট্রফি জেতাতে পারে না। চেন্নাই দলে বরাবর ভাল মানের ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার থেকেছে। সঠিক দল নামিয়েছে ওরা। আমি যত দিন আরসিবি-তে খেলেছি তত দিন দেখেছি, ওদের নজর কেবল ২-৩ জন ক্রিকেটারের দিকেই।”

জাকাতির সংযোজন, “দল পরিচালনা, সাজঘরের পরিবেশ সবেতেই একটা বিরাট পার্থক্য রয়েছে। ক্রিকেটারেরা ভাল। কিন্তু কোনও বন্ধুত্ব নেই। তাই একে অপরের সঙ্গে ভাল ভাবে মিশতে পারে না।”

Advertisement

আরসিবি ছাড়াও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন জাকাতি। ২০১০ সালে ট্রফিও জিতেছেন। জানিয়েছেন, চেন্নাই তাদের খেলোয়াড়দের ভাল-খারাপের দিকে সব সময় নজর রাখে। তাই জন্যই পাঁচ বার ট্রফি জিতেছে।

জাকাতির কথায়, “দল পরিচালনা খুব গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের দল পরিচালন সমিতি খুবই ভাল ছিল। ক্রিকেটারদের খেয়াল সব সময় রাখা হত। এই ছোট ছোট জিনিসগুলোই বড় পার্থক্য গড়ে দেয়। এটাই চেন্নাই আর বেঙ্গালুরুর পার্থক্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement