Pakistan Super League

আরও এক ক্রিকেটার আইপিএল ছেড়ে পাকিস্তানের লিগে, ডুপ্লেসির পর কেকেআরের প্রাক্তন ক্রিকেটার নাম লেখালেন পিএসএলে

দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসির পথে হাঁটলেন ইংল্যান্ডের এক অলরাউন্ডার। তিনটি দলের হয়ে আইপিএল খেলা ক্রিকেটার গত মরসুমে ছিলেন কেকেআরে। ছ’টি ম্যাচ খেলেন অজিঙ্ক রাহানের দলের হয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬
Share:

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। —ফাইল চিত্র।

পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া এক ক্রিকেটারও। ফ্যাফ ডুপ্লেসির পর আরও এক বিদেশিকে হারাল আইপিএল। সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি।

Advertisement

চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও আইপিএল খেলেছেন মইন। তবে আর ভারতের টি-টোয়েন্টি লিগে খেলতে চান না পাক বংশোদ্ভূত অলরাউন্ডার। মহেন্দ্র সিংহ ধোনির প্রাক্তন সতীর্থ বেছে নিয়েছেন নিজের মাতৃভূমির টি-টোয়েন্টি লিগকে। পিএসএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মইন বলেছেন, ‘‘পিএলএসে যোগ দিচ্ছি। খুব উত্তেজিত লাগছে। পিএসএলে নতুন যুগ শুরু হচ্ছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ পিএসএল। অত্যন্ত উচ্চমানের লড়াই হয়। সব দলেই বিশ্বের কিছু সেরা প্রতিভা রয়েছে। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সব সময়ই দারুণ। ক্রিকেটের মান, ওখানকার দর্শকদের ভালবাসা অসাধারণ। ক্রিকেটপ্রেমীরা সব সময় সেরাটা দেওয়ার জন্য উদ্ধুব্ধ করেন ক্রিকেটারদের। এই প্রতিযোগিতার দিকে অত্যন্ত আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছি। আশা করি, দারুণ কিছু স্মৃতি তৈরি হবে। নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।’’

২০১৮ সাল থেকে আইপিএল খেলেছেন মইন। ৭৩টি ম্যাচ খেলে করেছেন ১১৬৭ রান। ৩৮ বছরের অলরাউন্ডার ৪১টি উইকেটও নিয়েছেন। গত বার নিলামে মইনকে দলে নিয়েছিল কেকেআর। ছ’টি ম্যাচ খেলেন বেগনি জার্সি পরে। এ বার তাঁকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement