Anirudha Srikkanth's Engagement Rumour

বিগ বস্‌ খ্যাত অভিনেত্রীর সঙ্গে বিশ্বকাপজয়ী ক্রিকেটার-পুত্রের বাগ্‌দান! ধোনিদের দলের প্রাক্তন ব্যাটারের সম্পর্ক নিয়ে জল্পনা

নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতের এক বিশ্বকাপজয়ী ক্রিকেটারের পুত্র। বিগ বস্‌ খ্যাত এক অভিনেত্রীর সঙ্গে তাঁর বাগ্‌দানের জল্পনা শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৭:২৫
Share:

অনিরুদ্ধ শ্রীকান্ত (বাঁ দিকে) ও সংযুক্তা। ছবি: সমাজমাধ্যম।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য তাঁর পিতা। কিন্তু কৃষ্ণমাচারি শ্রীকান্তের পুত্র অনিরুদ্ধ শ্রীকান্ত কোনও দিন জাতীয় দলে খেলার সুযোগ পাননি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। সেই অনিরুদ্ধই কি এ বার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? তাঁর বাগ্‌দানের জল্পনা শুরু হয়েছে বিগ বস্‌ খ্যাত অভিনেত্রী সংযুক্তার সঙ্গে।

Advertisement

বিগ বস্-এ যাওয়ার আগে সংযুক্তার তেমন পরিচিত ছিল না। ২০০৭ সালে ‘মিস চেন্নাই’ হলেও অভিনয়ের জগতে তেমন নাম করতে পারছিলেন না সংযুক্তা। কিন্তু বিগ বস্-এ গিয়ে অল্প কয়েক দিনেই তারকা হয়ে যান তিনি। শোয়ের পর অভিনয় জগতে নাম করেছেন সংযুক্তা। বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছেন সংযুক্তা।

আগে এক বার বিয়ে হয়েছিল সংযুক্তার। তামিল ছবির পরিচালক কার্তিক শঙ্কর তাঁর প্রাক্তন স্বামী। দু’জনের এক ছেলেও রয়েছে। সন্তান হওয়ার পর দু’জনের সম্পর্ক ভাঙতে শুরু করে। অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement

বর্তমানে ছেলের সঙ্গে থাকেন সংযুক্তা। তিনি আরও এক বার শিরোনামে এসেছেন অনিরুদ্ধের সঙ্গে সম্পর্কের জেরে। শোনা যাচ্ছে, দু’জনের বাগ‌্দান হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে একসঙ্গে দীপাবলি পালনের ছবিও দিয়েছেন তাঁরা। বাগ্‌দানের প্রসঙ্গে সংযুক্তা বলেছেন, “সবকিছুই তো সমাজমাধ্যমে রয়েছে।” যদিও এই বিষয়ে অনিরুদ্ধ এখনও পর্যন্ত মুখ খোলেননি।

শ্রীকান্তের পুত্র হলেও ক্রিকেট কেরিয়ারে তেমন সাফল্য পাননি অনিরুদ্ধ। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৯.৪৫ গড়ে করেছেন ১০৩১ রান। ৬৬টি লিস্ট এ ম্যাচে ৩৩.৮১ গড়ে ২০৬৩ রান করেছেন তিনি। ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১২৫৭ রান।

আইপিএলে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসে ছিলেন অনিরুদ্ধ। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে মোট ২৬ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮৭ রান। ধারাবাহিকতা দেখাতে না পারায় বেশি সুযোগ পাননি তিনি। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। করেন ৩ রান। তার পর আর আইপিএলে কোনও দল তাঁকে কেনেনি। বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় তাঁকে।

সংযুক্তার সঙ্গে বাগ্‌দানের খবর যদি সত্যি হয় তা হলে এটি অনিরুদ্ধেরও দ্বিতীয় বিয়ে হতে চলেছে। ২০১২ সালে আরতি বেঙ্কটেশের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই বিয়ে বেশি দিন টেকেনি। কয়েক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement