India Wins ICC Women's ODI World Cup 2025

বিশ্বকাপ জয়ের পুরস্কার! হরমনপ্রীত-রিচাদের দলে আসছেন প্রথম বিদেশি

৫২ বছরের খরা কাটিয়ে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। সাফল্যের পুরস্কার পেতে চলেছেন হরমনপ্রীত কৌরেরা। ভারতীয় দলে যুক্ত হচ্ছেন এক বিদেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:০৬
Share:

বিশ্বকাপ জেতার পর ট্রফি হাতে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। —ফাইল চিত্র।

প্রধান কোচ অমল মুজুমদারের অধীনে সফল হয়েছে ভারতীয় দল। ৫২ বছরের খরা কাটিয়ে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে তারা। সাফল্যের পুরস্কার পেতে চলেছেন হরমনপ্রীত কৌরেরা। ভারতীয় দলে এক নতুন সাপোর্ট স্টাফ আসতে চলেছেন। যা খবর, তাতে প্রথম বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ করা হবে ভারতের মহিলা দলে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বাংলাদেশের পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কিয়েলির সঙ্গে কথা চলছে। তিনি ভারতের মহিলা দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হতে পারেন। তা ছাড়া এখন বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সেও বেশ কয়েক জন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এসেছেন। তাঁদের দিকেও নজর রয়েছে বোর্ডের।

এত দিন হরমনপ্রীতদের দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্ব সামলেছেন এআই হর্ষ। বিশ্বকাপে দলকে ফিট রাখার নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর। তাঁকে অন্য দায়িত্ব দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

বাংলাদেশের পুরুষদের দল ছাড়াও অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন কিয়েলি। এত দিন সেন্টার অফ এক্সেলেন্সে থাকা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচদেরই বিভিন্ন বয়সভিত্তিক দলে দায়িত্ব দেওয়া হত। ভারতের মহিলাদের দলেও সেই রীতি চালু ছিল। এই প্রথম তা বদলাতে পারে।

ভারতের পুরুষদের দলেও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বদলেছে। দায়িত্ব নিয়েছেন আদ্রিয়ান লে রু। এ বার মহিলাদের দলেও সেই পথে হাঁটতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দিনে ভারতের মহিলা ক্রিকেটারেরা যাতে আরও ফিট হতে পারেন, বড় প্রতিযোগিতা খেলার ধকল সামলাতে পারেন, সেই কারণেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement