রোহিত শর্মা। ছবি: এক্স।
অজিত আগরকর, গৌতম গম্ভীরদের কথায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি খেলবেন? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উত্তরের অপেক্ষায়। রোহিতের এক খুদে ভক্ত সরাসরি তাঁকেই প্রশ্ন করে বসল। নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক।
কয়েক জন খুদে ভক্তের কথা বলেন রোহিত। তাঁদের কথোপকথনের একটা অংশের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োর ওই অংশে এক খুদে ভক্ত রোহিতকে প্রশ্ন করে, ‘‘পরের এক দিনের বিশ্বকাপ কবে হবে?’’ রোহিত বলেন, ‘‘২০২৭ সালে।’’ এর পর খুলে ভক্ত প্রশ্ন করে, ‘‘আপনি কি ওই বিশ্বকাপে খেলবেন?’’ রোহিত উত্তরে বলেছেন, ‘‘হ্যাঁ, আমি বিশ্বকাপ খেলতে চাই।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর লক্ষ্য এখন এক দিনের বিশ্বকাপ।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল অপরাজিত থেকে ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায় ভারত। বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ এখনও রয়েছে রোহিতের। আগামী বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করে পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানাতে চান। এক দিনের বিশ্বকাপ জিততে না পারলেও রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অধিনায়ক হিসাবে এক জোড়া আইসিসি ট্রফি রয়েছে তাঁর।
গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশের জার্সি গায়ে মাঠে নামেননি রোহিত। রবিবার থেকে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। দেশের হয়ে শেষ ম্যাচটি অধিনায়ক হিসাবে খেললেও, রবিবার রোহিত খেলবেন সাধারণ ক্রিকেটার হিসাবে। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।