(বাঁদিকে) সূর্যকুমার যাদব, শুভমন গিল (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম
ভয় পাচ্ছেন সূর্যকুমার যাদব। শুভমন গিলের জন্য। এক দিনের ক্রিকেট এবং টেস্টে শুভমন ভারতের অধিনায়ক হয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সহ-অধিনায়ক তিনি। সূর্য স্বীকার করে নিয়েছেন, শুভমনের জন্য এখন টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন তিনি।
ইংরাজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুষ্ঠানে সূর্য এই কথা বলেন। তাঁর আশঙ্কা, টি-টোয়েন্টির অধিনায়কত্ব না চলে যায়। পাশাপাশি তিনি এটাও বলেন, এই ভয় তাঁকে আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত করে। জানান, শুভমনের উন্নতিতে তিনি খুশি।
শুভমনের অধিনায়ক হওয়া নিয়ে সূর্য বলেন, ‘‘মিথ্যা বলব না, আমি ভীত। ওর জন্য দলের সবাই একটা ভয় অনুভব করে। কিন্তু, এই ভয়টাই অনুপ্রাণিত করে।’’ এর পর সূর্য বলেন, ‘‘মাঠে এবং মাঠের বাইরে আমার আর ওর মধ্যে দারুণ বন্ধুত্ব। আমি জানি ও কেমন ক্রিকেটার এবং মানুষ হিসাবেই বা কেমন। তাই এটা (শুভমনের অধিনায়ক হওয়া) আমাকে ভাল খেলতে উৎসাহিত করে। ও যে দুটো ফরম্যাটে অধিনায়ক হয়েছে, তার জন্য আমি খুশি।’’
এই বছরের শুরুতে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর শুভমানকে ভারতের লাল বলের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়। অধিনায়ক শুভমনের প্রথম পরীক্ষা ছিল ইংল্যান্ডে। সেখানে ব্যাট হতে এবং নেতৃত্ব দিয়ে তিনি সফল। কোচ গৌতম গম্ভীরও কিছু দিন আগেই বলেছিলেন, ইংল্যান্ড সফরটাই শুভমনের কঠিনতম পরীক্ষা ছিল। সেখানে তিনি সসম্মানে উত্তীর্ণ।
এর পর এই মাসের শুরুতে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দল ঘোষণা করা হয়। সেখানে রোহিত শর্মা দলে থাকলেও তাঁর জায়গায় শুভমনকে এক দিনের দলের দায়িত্ব দেওয়া হয়।