ICC ODI World Cup 2023

৩ কারণ: বিশ্বকাপে রোহিত, কোহলিদের সাফল্যের নেপথ্যকাহিনি ফাঁস সৌরভের

বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের এই সাফল্যের নেপথ্যে তিনটি কারণ খুঁজে পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:১৮
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

বিশ্বকাপে ফর্মে রয়েছে ভারত। আটটি ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছে তারা। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রয়েছেন রোহিত শর্মারা। বিশ্বকাপে ভারতের এই ভাল পারফরম্যান্সের নেপথ্যে তিনটি কারণ রয়েছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

পাকিস্তানের একটি টেলিভিশন শো ‘দ্য প্যাভিলিয়ন’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন সৌরভ। ভাল খেলার নেপথ্যে কি শুধুই আইপিএল? তেমনটা মনে করেন না সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির মতে, ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো দলের উন্নতির সব থেকে বড় কারণ।

সৌরভ বলেন, ‘‘শুধু আইপিএল খেললে ভাল খেলা যায় না। টি-টোয়েন্টি ক্রিকেট টাকা এনে দেয়। কিন্তু ভাল খেলতে হলে বড় ফরম্যাটের ক্রিকেট খেলতে হবে। চার দিনের, পাঁচ দিনের ক্রিকেট খেলতে হবে। ভারতের ভাল খেলার বড় কারণ ঘরোয়া ক্রিকেটের উন্নতি। এই দেশে ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো খুব ভাল। সেই কারণে ক্রিকেটারেরা তৈরি হওয়ার সময় পাচ্ছে। আন্তর্জাতিক স্তরেও ভাল খেলতে পারছে।’’

Advertisement

ভারতের ভাল খেলার নেপথ্যে বোর্ডের বড় ভূমিকার কথাও উল্লেখ করেছেন সৌরভ। তিনি বলেন, ‘‘বোর্ডের কাছে টাকার অভাব নেই। কিন্তু সেই টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে। ভাল কাজে খরচ করা হচ্ছে। ক্রিকেটারেরা বুঝতে পেরেছে, ক্রিকেট খেললে আর্থিক ভাবে তাকে সমস্যায় পড়তে হবে না। এই নিরাপত্তা কোনও খেলোয়াড়ের কাছে জরুরি। সেটা ভারতে পাওয়া যাচ্ছে।’’

কোনও ক্রিকেটারকে ধারাবাহিক ভাবে ভাল খেলতে হলে ধারাবাহিক ভাবে ম্যাচ খেলতে হবে। একমাত্র তা হলেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতে এখন সেটা হচ্ছে। সৌরভের কথায়, ‘‘এখন সেপ্টেম্বর মাসে ক্রিকেটের মরসুম শুরু হয়। টানা মার্চ মাস পর্যন্ত চলে। তার পরে শুরু হয় আইপিএল। চলে মে মাস পর্যন্ত। তার মানে, এক জন ক্রিকেটার সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত খেলে। তার মধ্যে সব ধরনের ক্রিকেট আছে। সেই কারণে অনেক তাড়াতাড়ি তৈরি হতে পারে তারা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন