ICC Champions Trophy 2025

রবিবার পাকিস্তানের জয় চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার! কেন এমন ইচ্ছা?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সেই খেলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। কেন এমন ইচ্ছা তাঁর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭
Share:

পাকিস্তানের চার ফুটবলার। জয়ে ফেরার লক্ষ্যে তাঁরা। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ভারত। অন্য দিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। এই পরিস্থিতিতে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সেই খেলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। কেন এমন ইচ্ছা তাঁর?

Advertisement

নিউ জ়িল্যান্ডের কাছে ৬০ রানে হেরে পয়েন্ট তালিকার শেষে পাকিস্তান। নেট রানরেটে সকলের পিছনে তারা। রবিবার ভারতের বিরুদ্ধে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের রাস্তা আরও কঠিন হবে পাকিস্তানের। অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেটাই চান না অতুল। সেই কারণেই তিনি চাইছেন, ভারতকে হারাক পাকিস্তান।

সংবাদ সংস্থা এএনআইকে অতুল বলেন, “আমি চাই পাকিস্তান জিতুক। তবেই তো মজা হবে। যদি পাকিস্তান ভারতের কাছে হারে, তা হলে ওদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় নেই। যদি পাকিস্তান ভারতকে হারায় তা হলে ওরা প্রতিযোগিতায় টিকে থাকবে। তবেই তো মজা হবে। ভারত, পাকিস্তান দু’দলকেই সেমিফাইনালে চাই আমি।”

Advertisement

অতুলের মতে, পাকিস্তানের কাছে হারলেও শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারানোর ক্ষমতা ভারতের আছে। তার প্রধান কারণ, ভারতের ব্যাটিং আক্রমণ। তিনি বলেন, “ভারতের অনেক ব্যাটার। শুভমন, রোহিত, কোহলি থেকে অক্ষর পর্যন্ত ব্যাট করার লোক। ওদের উপর আমার বিশ্বাস আছে। নিউ জ়িল্যান্ডকে ওরা হারাবে।”

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অতুল যা চাইছেন, ভারত-পাক ম্যাচে সেই ফল হলে কিন্তু ভারতের সমস্যা বাড়বে। কারণ, পাকিস্তান শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। নিউ জ়িল্যান্ডকে হারানো কঠিন। কারণ, তাদের দলে ভাল অলরাউন্ডারের সংখ্যা বেশি। দুবাইয়ের পিচে ভারতকে সমস্যায় ফেলার মতো স্পিনার নিউ জ়িল্যান্ডের রয়েছে। তাই শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে চাইছেন না রোহিত, কোহলিরা। পাকিস্তানকে হারিয়েই সেমিফাইনালে এক পা ফেলতে চাইছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement