India VS England Test Series

তঞ্চকতা করেছে ইংল্যান্ড! ক্রলি, স্টোকসদের দিকে আঙুল ভারতের আরও এক প্রাক্তন ক্রিকেটারের

ইংল্যান্ডের ক্রিকেটারদের নিশানা করলেন ভারতের আরও এক প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর মতে, তঞ্চকতা করেছেন জ্যাক ক্রলি, বেন স্টোকসেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:৩৪
Share:

বেন স্টোকস। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের উত্তাপ এখনও কমছে না। লর্ডসে তৃতীয় দিনের শেষ দিকে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের কথা কাটাকাটি নিয়ে এ বার মুখ খুললেন ফারুখ ইঞ্জিনিয়ার। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, চোট্টামি করেছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা।

Advertisement

‘রেভস্পোর্টজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বলেন, “ইংল্যান্ডের লোকেরা হয়তো একে পেশাদারিত্ব বলবে, কিন্তু আমার মতে এটা তঞ্চকতা। সময় নষ্ট করার চালাকি। ওরা যে আর একটা ওভার খেলতে চাইছিল না তা পরিষ্কার। কিন্তু যে ভাবে ওরা সময় নষ্ট করে, সেটা আমার ভাল লাগেনি। টেস্টে তো কঠিন পরিস্থিতি আসবেই। সেটা সামলাতে হবে। আমার মনে হয়, আমাদের ব্যাটারেরা কোনও দিন এটা করত না।”

লর্ডসে তৃতীয় দিন ভারতের ইনিংস শেষ হওয়ার পর আরও দু’ওভার খেলা হতে পারত। কিন্তু ইংল্যান্ড শুরু থেকেই সময় নষ্ট করার পরিকল্পনা করে। প্রথমে ক্রলি ও ডাকেট দেরি করে ব্যাট করতে নামেন। পরে জসপ্রীত বুমরাহের এক ওভারে বার বার সময় নষ্ট করেন তাঁরা। কখনও বল করার আগে ক্রিজ় থেকে সরে যান ক্রলি, কখনও সাইট স্ক্রিনে সমস্যার কথা বলেন। আবার বুমরাহের একটা বল হাতে লাগার সঙ্গে সঙ্গে ফিজিয়ো ডেকে পাঠান। ভারতীয় ক্রিকেটারেরা বিষয়টা ভাল ভাবে নেননি। মাঠেই ক্রলি ও ডাকেটের সঙ্গে তর্ক হয় ভারত অধিনায়ক শুভমন গিলের।

Advertisement

এই ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছিলেন সুনীল গাওস্কর। তাঁর অভিযোগ, ক্রিকেটীয় মানসিকতা দেখায়নি ইংল্যান্ড। এ বার সেই তালিকায় যুক্ত হলেন ইঞ্জিনিয়ার। সরাসরি ইংল্যান্ডের বিরুদ্ধে তঞ্চকতার অভিযোগ করলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement