মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার তাঁর। ২০০৪ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতকে অধিনায়ক হিসাবে তিনটি আইসিসি ট্রফি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কেরিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন। করেছেন বহু রেকর্ড। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ধোনি।
একটি অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কেরিয়ারের সেরা মুহূর্ত কোনটি? জবাবে ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়েছেন ধোনি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির ছক্কায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কেটেছিল ২৮ বছরের খরা। ফাইনালের একটি মুহূর্তের কথা জানিয়েছেন মাহি।
বিশ্বকাপ জেতানো ছক্কা নয়, অন্য একটি কথা বলেছেন ধোনি। তিনি বলেন, “ফাইনালের শেষ বলের ১৫-২০ মিনিট আগের মুহূর্ত। ওয়াংখেড়ে খুব বড় মাঠ নয়। ওখানে চিৎকার হলে স্টেডিয়ামের ভিতরেই সেটা থাকে। হঠাৎ গোটা স্টেডিয়াম বন্দেমাতরম গাইতে শুরু করল। এক সুরে নয়। কখনও মাঠের এক দিকে হচ্ছে, তো পরক্ষণেই অন্য দিকে। আমি মাঠের মাঝে ছিলাম। গায়ে কাঁটা দিচ্ছিল। ওই অনুভূতি আমি কোনও দিন ভুলব না। ওটা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত।”
ধোনির মতে, ভারত আরও অনেক ট্রফি জিতবে। কিন্তু ওই মুহূর্ত হয়তো আর তৈরি হবে না। তিনি বলেন, “ওই রকম মুহূর্ত আবার তৈরি করা কঠিন। ভারত আবার বিশ্বকাপ জিতবে, মহিলাদের দল জিতবে, পুরুষদের দল জিতবে, দেশের মাটিতে জিতবে, বিদেশের মাটিতে জিতবে। কিন্তু ওই ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের পরিবেশ যে ভাবে বদলেছে, প্রতিটা মুহূর্ত যে ভাবে কেটেছে, তা আর হবে না।”
২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। এখন শুধু আইপিএল খেলেন তিনি। সামনেই আইপিএলের নিলাম। তারই পরিকল্পনায় ব্যস্ত চেন্নাই সুপার কিংস। সেখানেও বড় ভূমিকা রয়েছে ধোনির।