R Ashwin to Play in Foreign League

ভারত ছাড়ছেন অশ্বিন! অবসরের পর কোন দেশে খেলার স্বপ্ন রবিচন্দ্রনের?

আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএল থেকেও অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার তাঁর স্বপ্ন বিদেশের লিগে খেলার। কোথায় খেলতে চাইছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৮:৪৯
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট। তার পর আইপিএল। এক বছরের মধ্যে ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তখনই তিনি জানিয়েছিলেন, এখনও খেলতে চান। কিন্তু কোথায়? জানা গিয়েছে, ভারত ছেড়ে বিদেশের লিগে খেলতে চাইছেন রবিচন্দ্রন অশ্বিন। ইন্টারন্যাশনাল টি২০-র আয়োজকদের সঙ্গে কথা বলছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয় এই লিগ।

Advertisement

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ইন্টারন্যাশনাল টি২০-র আয়োজকদের সঙ্গে অশ্বিনের কথাবার্তা অনেকটা এগিয়েছে। যদি সব ঠিক থাকে তা হলে আগামী মরসুমের আগে নিলামে নামবেন অশ্বিন। ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

‘ক্রিকবাজ়’-কে অশ্বিন বলেছেন, “হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনও না কোনও দল আমাকে কিনবে।” আগে এই প্রতিযোগিতায় নিলাম হত না। ড্রাফ্টের মাধ্যমে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করত দলগুলি। কিন্তু এ বার আইপিএলের ধাঁচে সেখানে নিলাম হবে। দুবাইয়ে ৩০ সেপ্টেম্বর নিলাম হওয়ার কথা।

Advertisement

এর আগে রবিন উথাপ্পা ও ইউসুউ পাঠান ইন্টারন্যাশনাল টি২০-তে দল পেয়েছিলেন। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত খেলেননি। একমাত্র অম্বাতি রায়ডু মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন। যদি অশ্বিন নিলামে দল পান তা হলে ভারত থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সে দেশের লিগে খেলবেন তিনি।

তবে নিলামে নেমে যদি অশ্বিন দল না পান তা হলে সেটা তাঁর অসম্মান হবে। হয়তো সেই কারণেই আয়োজকদের সঙ্গে কথা বলছেন তিনি। হয়তো কিছু দল তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছে। সেই কারণেই নিলামে নামছেন তিনি।

‘ক্রিকবাজ়’ আগে জানিয়েছিল, আমেরিকার মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত। সেখানে ক্রিকেটারের পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে তাঁকে। এ বার আরও একটি দেশে খেলতে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement