Ravi Shastri

আইপিএল না দেশের হয়ে খেলা? সিদ্ধান্ত নিতে হবে রোহিতদের, নইলে এই ব্যর্থতা চলবেই: শাস্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের জন্য কি পরোক্ষে আইপিএলকে দায়ী করছেন রবি শাস্ত্রী? রোহিত শর্মাদের পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৫:২৫
Share:

রবি শাস্ত্রী। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে রোহিত শর্মা জানিয়েছেন, ম্যাচের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় তাঁরা পাননি। একই কথা শোনা গিয়েছে দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুখেও। এই প্রসঙ্গেই রোহিতদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, রোহিতদেরই ঠিক করতে হবে যে তাঁরা আইপিএল খেলবেন, না দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন। নইলে আগামী দিনেও বার বার ব্যর্থ হতে হবে ভারতকে।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘‘টেস্ট বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় ভারত পাবে না। এটাই বাস্তব। ওরা চাইলে ২০ দিন সময় পেতে পারে। কিন্তু সে ক্ষেত্রে আইপিএলের সব ম্যাচ খেলা চলবে না। এ বার সিদ্ধান্ত ক্রিকেটারদের। না হলে প্রতি বারই এই ঘটনা ঘটবে।’’

এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের কথায়, ‘‘বিসিসিআইকেও এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাধারণত জুন মাসে হয়। আইপিএলের ঠিক পরেই। সে ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডকে কথা বলতে হবে। টেস্ট বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা যাতে আগেই ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন সে দিকে খেয়াল রাখতে হবে তাদের।’’

Advertisement

টেস্ট বিশ্বকাপে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। দুই ইনিংসেই টপ অর্ডার রান পায়নি। দলের ব্যাটারদের শট নির্বাচনের সমালোচনা করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘আমাকে সব থেকে অবাক করেছে ভারতীয় ক্রিকেটারদের শট নির্বাচন। রোহিত, পুজারারা বোধহয় এখন নিজেদের আঙুল কামড়াচ্ছে। ভাল শুরু করেও উইকেট দিয়ে এসেছে ওরা। নইলে এ ভাবে হারত না ভারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন