India Pakistan Cricket

ভারতের কাছে মাথা নোয়াও, নইলে নিজের পায়েই কুড়ুল মারবে! বোর্ডকে পরামর্শ পাক ক্রিকেটারের

এশিয়া কাপের আয়োজন ঘিরে ভারতের কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মাথা নোয়ানোর পরামর্শ দিয়েছেন সে দেশেরই ক্রিকেটার। কী বলেছেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৪:১৯
Share:

বিরাট কোহলিদের বিরুদ্ধে মহম্মদ রিজ়ওয়ানদের এই লড়াই কি আরও এক বার দেখা যাবে? —ফাইল চিত্র

এশিয়া কাপের আয়োজন নিয়ে ডামাডোল এখনও চলছে। এক দিকে পাকিস্তান নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে বদ্ধপরিকর, অন্য দিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সে দেশে খেলতে যাবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিলেন সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাক বোর্ডকে ভারতের কাছে মাথা নোয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

কানেরিয়ার মতে, পাকিস্তানের পরিস্থিতি খুব একটা ভাল নয়। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিবাদ করা উচিত নয়। তিনি বলেন, ‘‘পাকিস্তানের পরিস্থিতি ভাল নয়। হয়তো অনেক দেশ খেলতে আসছে কিন্তু তাতে সার্বিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ভারত খেলতে না আসলে পাকিস্তানও বিশ্বকাপে খেলতে যাবে না বলে যে হুঁশিয়ারি দিচ্ছে, তা অর্থহীন। পাকিস্তানকে যেতেই হবে। নইলে আইসিসি পদক্ষেপ করবে।’’

এশিয়া কাপ নিয়ে ভারতের সঙ্গে বিবাদ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদেরই ক্ষতি করছে বলে মনে করেন কানেরিয়া। তিনি বলেন, ‘‘যা চলছে তাতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ তো বলেই দিয়েছেন, দুটো আলাদা দেশে প্রতিযোগিতা হলে খরচ অনেক বেশি হবে। পাকিস্তানের উচিত ভারতের কাছে মাথা নোয়ানো। দুবাইয়েই এশিয়া কাপ আয়োজন করা। নইলে নিজের পায়েই কুড়ুল মারবে তারা।’’

Advertisement

ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের প্রস্তাবে পাকিস্তানকে রাজি হওয়ার পরামর্শ দিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। তাঁর কথায়, ‘‘পাকিস্তানকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও ভাবতে হবে। এ বার যদি ওরা ভারতের কথা মেনে নেয় তা হলে হয়তো ২০২৫ সালে ভারত পাকিস্তানে খেলতে আসতে রাজি হবে। নইলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও খোয়াতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন