Pakistan Cricket

দল নির্বাচন নিয়ে পাক বোর্ডপ্রধান নকভির বিরুদ্ধে অভিযোগ করায় তদন্তের সামনে প্রাক্তন অধিনায়ক, সমস্যায় আক্রমও

পাকিস্তান দলে ধর্ম, জাতি দেখে ক্রিকেটারদের নির্বাচন করা হয়। কিছু দিন আগে সমাজমাধ্যমে এমনই অভিযোগ তুলেছিলেন রশিদ লতিফ। প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করল জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১২:৪০
Share:

পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ছবি: সমাজমাধ্যম।

পাকিস্তান দলে ধর্ম, জাতি দেখে ক্রিকেটারদের নির্বাচন করা হয়। কিছু দিন আগে সমাজমাধ্যমে এমনই অভিযোগ তুলেছিলেন রশিদ লতিফ। এই কারণে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করল সে দেশের জাতীয় সাইবার ক্রাইম সংস্থা। দু’টি শহরে লতিফের জবাববন্দি রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, “ইসলামাবাদ এবং লাহৌরে দু’টি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ।” বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরেই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সমাজমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক বদলের সমালোচনা করেছিলেন লতিফ। লিখেছিলেন, “শাহিন আফ্রিদিকে এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের উপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।” অর্থাৎ ঘুরিয়ে লতিফ বলতে চেয়েছিলেন, পাকিস্তান দলে ধর্মের ভিত্তিতে দল নির্বাচন করে একটি নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করা হচ্ছে।

Advertisement

তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। অতীতে পাকিস্তানের ক্রিকেট নিয়ে বার বার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, “পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।”

দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি। বলেছিলেন, “টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে তলিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”

এ দিকে, জুয়া খেলা হয় এমন একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আর এক প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। যদিও তাঁকে এখনও কোনও সমন পাঠানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement