শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
কেন এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স আয়ার? ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকরের মতে, শ্রেয়সের কোনও দোষ ছিল না। তাঁদেরও দোষ ছিল না। ১৫ জনের দলে শ্রেয়সের জায়গা হচ্ছে না বলেই তাঁকে নেওয়া হয়নি। সেটাই কি কারণ? তেমনটা মনে করেন না এবি ডিভিলিয়ার্স। শ্রেয়স জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন বিরাট কোহলির প্রাক্তন আইপিএল সতীর্থ। তবে তাঁর দাবি, ব্যাটিং নয়, মাঠের বাইরের কারণে এশিয়া কাপের দলে জায়গা পাননি শ্রেয়স।
সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে আলোচনার সময় শ্রেয়সের প্রসঙ্গে কথা বলেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “আমি ভারতীয় দল দেখে অবাক। ভাবছিলাম, শ্রেয়সকে কোথায় নেওয়া যেত। গত কয়েক দিনে শ্রেয়সকে নিয়ে অনেক খবর পড়েছি। অনেকে হতাশ হয়েছেন। আমার মনে হয় গত কয়েক বছরে ওর যা পারফরম্যান্স তাতে শ্রেয়স সবচেয়ে বেশি হতাশ হয়েছে।”
শ্রেয়স ভারতের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে একজন। কিন্তু নির্বাচকদের আলোচনায় কী কথা হয়েছে, তা অজানা। সেই কথা শোনা গিয়েছেন ডিভিলিয়ার্সের গলায়। তিনি বলেন, “শ্রেয়স অনেক পরিণত হয়েছে। ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু বন্ধ দরজার ভিতরে কী আলোচনা হয়েছে তা কেউ জানে না। আমি জানি না। আপনারাও জানেন না।”
শ্রেয়সকে এশিয়া কাপের দলে না নেওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলে মনে করেন ডিভিলিয়ার্স। তবে সেটা মাঠের বাইরের কারণ। তিনি বলেন, “শ্রেয়স নিজেও হয়তো জানে না কেন ওকে বাদ দেওয়া হয়েছে। তবে আমার কিছু প্রশ্ন আছে। সাজঘরের পরিবেশ ফুরফুরে রাখার কাজ কি ও করে? ওর মুখে কি সব সময় হাসি থাকে? দলের বাকিদের মনোবল তুলে ধরার কাজ কি ও করে? খেলা সব সময় মাঠের ভিতরে হয় না। বাইরেও হয়। ক্রিকেট দলগত খেলা। শ্রেয়স থাকলে কি সেখানে কোনও সমস্যা হত? আমার মনে হয়, সেই রকম কোনও কারণেই ওকে বাদ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ের জন্য নয়।”
শ্রেয়সের বিরুদ্ধে আগেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বোর্ডের নির্দেশের পরেও চোটের কারণে ঘরোয়া ক্রিকেটে খেলেননি তিনি। ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আবার ফিরেছেন। সেই কারণেই কি শ্রেয়সের উপর ভরসা রাখতে পারেননি নির্বাচকেরা? কিন্তু চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলে ফর্মে ছিলেন তিনি। প্রচুর রান করেছেন। ভাল স্ট্রাইক রেটে রান করেছেন। তার পরেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। তবে কি ডিভিলিয়ার্সের ধারণাই ঠিক? মাঠের বাইরের কারণেই তাঁর দিকে তাকাননি আগরকরেরা?