Gautam Gambhir

ম্যাচ রেফারির হুঁশিয়ারি পাত্তা দেননি গম্ভীর, ওভাল টেস্টের অজানা কথা প্রকাশ্যে এল পাঁচ দিন পর

ওভাল টেস্টের শেষ দিনে জিতে সিরিজ় ড্র করেছে ভারত। জিততে না পারলে টেস্ট এবং সিরিজ়‌ তো হারতে হতই, আরও বড় শাস্তি অপেক্ষা করে ছিল ভারতের জন্য। টেস্টের পাঁচ দিন পর প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৮:১৯
Share:

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

ওভাল টেস্টের শেষ দিনে জিতে সিরিজ় ড্র করেছে ভারত। জিততে না পারলে টেস্ট এবং সিরিজ়‌ তো হারতে হতই, আরও বড় শাস্তি অপেক্ষা করে ছিল ভারতের জন্য। টেস্টের পাঁচ দিন পর প্রকাশ্যে এসেছে সেই ঘটনা।

Advertisement

ওভালে শেষ দিন ইংল্যান্ডের চারটে উইকেট ফেলতে হত ভারতকে। অলি পোপদের দরকার ছিল ৩৫ রান। ভারত জেতে ৬ রানে। তবে কোনও ভাবে ইংল্যান্ডকে অলআউট করতে না পারলে ভারতের চার পয়েন্ট কেটে নেওয়া হত। সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় প্রভাব পড়ত।

‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, পঞ্চম দিনের খেলা শুরুর আগে ম্যাচ রেফারি জেফ ক্রো ভারতকে জানিয়েছিলেন, তারা নির্ধারিত ওভার-রেটের চেয়ে ছ’ওভার পিছনে রয়েছে। যদি ইংল্যান্ডকে অলআউট করতে না পারে, তা হলে চার পয়েন্ট কেটে নেওয়া হবে।

Advertisement

ভারতের হাতে সুযোগ ছিল দুই স্পিনার রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করিয়ে সময়ের ঘাটতি পূরণ করানোর। সে ক্ষেত্রে দুই ইংরেজ ব্যাটার জেমি ওভার্টন এবং জেমি স্মিথ সহজেই ৩৫ রান তুলে নিতে পারতেন। কিন্তু শুভমন গিল সে রাস্তায় হাঁটেননি। তিনি পেসারদের দিয়েই বল করান।

জানা গিয়েছে, ম্যাচের আগে সেই নির্দেশ না কি দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীরই। দলের সদস্য এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে বৈঠকে বলে দিয়েছিলেন, তিনি চার পয়েন্টের পরোয়া করেন না। দলকে জয়ের জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি। শুভমন এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও তাতে রাজি হন। সে কারণেই টানা পেসারদের দিয়ে বল করানো হয়। প্রায় ১০ ওভারের পর জেতে ভারত।

সেই জয়ের পুরস্কারও পেয়েছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার থেকে তিনে উঠে এসেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement