Gautam Gambhir

গম্ভীরের প্রশিক্ষণে হারার কোনও জায়গা নেই, বলে দিলেন ছাত্র বরুণ

দু’দফায় বরুণ পাশে পেয়েছেন গৌতম গম্ভীরকে। প্রথমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে এবং এখন ভারতীয় দলের কোচ হিসাবে। তবু এ বার কোচের নতুন একটি রূপ দেখেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২৩:৪১
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং বরুণ চক্রবর্তী (ডান দিকে)। —ফাইল চিত্র।

খারাপ ফর্মের জন‍্য তিন বছর দলের বাইরে থাকতে হয়েছিল। কিন্তু মাঠের বাইরে থাকেননি। চুপ করে বসেও থাকেননি। কঠোর পরিশ্রমের ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বরুণ চক্রবর্তী এখন ভারতের অন‍্যতম সেরা স্পিনার।

Advertisement

দু’দফায় পাশে পেয়েছেন গৌতম গম্ভীরকে। প্রথমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে এবং এখন ভারতীয় দলের কোচ হিসাবে। গম্ভীরের প্রশিক্ষণে খেলা বরুণের কাছে নতুন কিছু নয়। তবু এ বার কোচের নতুন একটি রূপ দেখেছেন এশিয়া কাপ ও চ‍্যাম্পিয়ন্স ট্রফির অন‍্যতম সফল এই বোলার।

বুধবার এক অনুষ্ঠানে বরুণ বলেন, “ওঁর সঙ্গে থাকা, ওঁর প্রশিক্ষণে খেলা নতুন কিছু নয়। ওঁর কোচিংয়েই আইপিএল জিতেছি। ফলে উনি আমার কাছে নতুন কিছু নন। তবু এ বার একটা জিনিস দেখেছি। উনি সকলের মধ‍্যে বীরের মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন। ওঁর কাছে হারার কোনও জায়গা নেই।”

Advertisement

প্রশিক্ষক গম্ভীর কতটা কড়া, বরুণের কথাতেই পরিষ্কার। বলেন, “নিজের সেরাটা দিতেই হবে। তারপর যা হওয়ার হবে। উনি কোচ থাকা মানে মাঝারি মানের কোনও জায়গা নেই।”

ওই অনুষ্ঠানে উঠেছে এশিয়া কাপের বিতর্কের প্রসঙ্গও। বরুণ জানিয়েছেন, প্রতিযোগিতার সময়ে ভারতীয় দলের সবাই সমাজমাধ্যম থেকে দুরে ছিলেন। বরুণ বলেন, “আমি দেখলাম সবাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিল। ম্যাচের পর যদি কিছু পোস্ট করার থাকত তখনই সমাজমাধ্যম ব্যবহার করতাম আমরা।”

এশিয়া কাপ ভারতের বদলে বিদেশের মাটিতে হওয়ায় সুবিধা হয়েছে বলে জানিয়ে বরুণ বলেন, “জানি না ওই সময় ভারতের পরিস্থিতি কী রকম ছিল। আমরা অন্য দেশে ছিলাম। সংযুক্ত আরব আমিরশাহিতে পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল।”

ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বরুণ বলেন, “ম্যাচের আগে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। ফাইনালের আগে আমরা ওদের সঙ্গে দু’বার খেলেছিলাম। তাই আমাদের পরিষ্কার ধারণা ছিল ওরা কী করতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement