Kohli-Gambhir Controversy

বিরাটের সঙ্গে বিবাদ এখনও ভোলেননি গম্ভীর! কোহলিকেই আরও এক বার দায়ী করলেন গৌতি

আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। সেই ঘটনা নিয়ে প্রথম বার মুখ খুললেন গম্ভীর। পরোক্ষে কোহলিকেই দায়ী করেছেন গৌতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৪:২৪
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র

১৫ দিন আগে শেষ হয়ে গিয়েছে আইপিএল। কিন্তু এখনও বিরাট কোহলির সঙ্গে হওয়া সেই বিবাদ ভুলতে পারেননি গৌতম গম্ভীর। সেই বিবাদের পরে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, বিরাট ও নবীন উল হকের মধ্যে বিবাদে নবীনের কোনও দোষ ছিল না। সেই কারণেই দলের ক্রিকেটারের হয়ে মুখ খুলেছিলেন তিনি। অর্থাৎ, বিবাদের জন্য পরোক্ষে কোহলিকেই দায়ী করেছেন তিনি।

Advertisement

একটি সাক্ষাৎকারে সে দিনের ঘটনা নিয়ে গম্ভীর বলেন, ‘‘আমার ক্রিকেট মাঠে এর আগেও অনেক বিবাদ হয়েছে। কিন্তু সে সব মাঠেই সীমাবদ্ধ থেকেছে। যদি দু’জন ক্রিকেটারের মধ্যে মাঠে কোনও বিবাদ হয় তা হলে সেটা খেলার জন্যই হয়। যদি মাঠের বাইরে হয় তখন বলা যেতে পারে যে ঝগড়া হয়েছে। আমি কখনওই সেটা করিনি।’’

গম্ভীরের মতে, নবীন সে দিন কোনও দোষ করেননি বলেই তিনি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। গম্ভীর বলেন, ‘‘সেই ম্যাচে নবীন একেবারে ঠিক কাজ করেছিল। যেহেতু ও কোনও ভুল করেনি তাই ওর পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ছিল। আমি সেটাই করেছিলাম। যদি নবীন ভুল হত তা হলে আমি ওর হয়ে কথা বলতাম না।’’

Advertisement

কোহলির আগে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও মাঠে বিবাদে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। সেই প্রসঙ্গও টেনে এনেছেন গৌতি। তাঁর মতে, ধোনি বা বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক একই রকম। গম্ভীর বলেন, ‘‘ধোনির সঙ্গে আমার যেমন সম্পর্ক, বিরাটের সঙ্গেও তাই। ওদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিবাদ নেই। সবটাই হয়েছে ম্যাচের মধ্যে। কারণ, আমরা সবাই জিততে চাই। জেতার খিদে থেকেই লড়াই হয়। তার বাইরে আমরা প্রত্যেকে প্রত্যেককে সম্মান করি।’’

আইপিএলে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে খেলার মাঝেই আফগানিস্তানের ক্রিকেটার নবীনের সঙ্গে বিবাদ হয় বিরাটের। ম্যাচ শেষে বিরাটের সঙ্গে হাত মেলাতে চাননি নবীন। তার পরেই এই বিবাদে ঢুকে পড়েন গম্ভীর। তাঁদের ছাড়াতে হিমশিম খান বাকি ক্রিকেটাররা। পরে এই ঘটনার জন্য বিরাট ও গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়। নবীনের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন