Kylian Mbappe

বিশ্বকাপ ফাইনালে এমবাপের হ্যাটট্রিকের পর ফুটবল মাঠের বাইরেও হ্যাটট্রিক!

ইনফান্তিনোর ফিফা সভাপতি নির্বাচিত হওয়া এক রকম সময়ের অপেক্ষা। এ বারও তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী নেই। বৃহস্পতিবার ৭৩তম ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৬:৫৫
Share:

গত বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে। ফাইল ছবি।

টানা তৃতীয় বারের জন্য ফিফার সভাপতি হতে চলেছেন জিয়ানি ইনফান্তিনো। বৃহস্পতিবার ফিফার বার্ষিক কংগ্রেসে আরও চার বছরের জন্য ফিফা সভাপতি হিসাবে ঘোষণা করা হবে ইনফান্তিনোর নাম।

Advertisement

শেপ ব্লাটার ইস্তফা দেওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হন তিনি। এ বারও তাঁর সভাপতি নির্বাচিত হওয়া এক রকম সময়ের অপেক্ষা। কারণ সর্বসম্মতিক্রমে আবার ফিফা সভাপতি হতে চলেছেন ইনফান্তিনো। এ বারও তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী নেই। যদিও সভাপতি হিসাবে কাজ নিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে।

আফ্রিকার দেশ রোয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ৭৩তম ফিফা কংগ্রেস। অংশ নেবেন ২১১টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিরা। সেখানে ৫২ বছরের ইনফান্তিনোর নাম তৃতীয় বারের জন্য ফিফা সভাপতি হিসাবে ঘোষণা হওয়ার কথা। অর্থাৎ, ২০২৭ সাল পর্যন্ত তিনি থাকবেন ফিফার সর্বময় কর্তা। ফিফা সভাপতি হিসাবে এক জন ব্যক্তি দায়িত্বে থাকতে পারেন সর্বোচ্চ তিনটি পূর্ণ মেয়াদ (চার বছর)। যদিও ইনফান্তিনো ২০৩১ পর্যন্ত এই পদে থাকতে পারেন। কারণ, ফিফা সভাপতি গত ডিসেম্বরে ঘোষণা করেছেন, তাঁর প্রথম দফার তিন বছর পূর্ণ মেয়াদ হিসাবে ধরা হবে না।

Advertisement

ইনফান্তিনোর সভাপতি থাকা নিয়ে সংশয় না থাকলেও বৃহস্পতিবারের সভা উত্তপ্ত হতে পারে কাতার বিশ্বকাপ নিয়ে। ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছিল। এ ছা়ড়াও নারী-পুরুষের সমান অধিকার, এলজিবিটিকিউ প্লাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইউরোপ এবং আমেরিকার দেশগুলি এই বিষয়গুলি নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিল। কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ায় ফিফার সমালোচনাও করে তারা। সেই সব প্রসঙ্গ বৃহস্পতিবার ফিফা কংগ্রেসকে উত্তপ্ত করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন