IPL 2025

দু’-তিনটি ট্রফি জিততে না পারলে ন্যায়বিচার হবে না, মুম্বই ম্যাচের আগে দলকে বার্তা গুজরাত অধিনায়ক শুভমনের

২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩ সালেও ফাইনালে ওঠে গুজরাত টাইটান্স। গত বার ভাল ফল হয়নি। এ বার আবার প্রথম দল হিসাবে প্লে-অফে জায়গা করে নেন শুভমন গিলেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২২:১৭
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

২০২২ সালে নিজেদের প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। তখন অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। সেই হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের চলে যাওয়ার পর গত বছর থেকে নেতৃত্বে শুভমন গিল। এলিমিনেটরে প্রাক্তন অধিনায়কের বর্তমান দলের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের আইপিএল জয়ের হ্যাটট্রিকের বার্তা দেন শুভমন।

Advertisement

শুভমন বিশ্বাস করেন তাঁর দলের যা শক্তি, তাতে টানা তিন বার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। মুম্বই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে শুভমন বলেছেন, ‘‘আমি সত্যিই বিশ্বাস করি, টানা তিন বার ট্রফি জিততে পারি আমরা। আমাদের যা দল, তাতে দু’-তিনটি ট্রফি জিততে না পারলে ন্যায়বিচার হবে না।’’

২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩ সালেও ফাইনালে ওঠে গুজরাত। গত বার ভাল ফল করতে পারেনি তারা। এ বার আবার প্রথম দল হিসাবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছেন শুভমনেরা। তিনি আরও বলেছেন, ‘‘কোনও একটা মুহূর্ত আমাদের দুর্দান্ত দল করে তুলতে পারে, এমন ধারণায় বিশ্বাস নেই আমার। তেমনই একটা বাজে মুহূর্তও দলকে খারাপ করে দিতে পারে না। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি উত্থান-পতনও গুরুত্বপূর্ণ।’’

Advertisement

এ বার দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে গুজরাত। সেই উদাহরণ টেনে শুভমন বলেছেন, ‘‘যে ম্যাচ আমরা ১০ উইকেটে জিতেছি, সেই ম্যাচেরও পর্যালোচনা হয়। কোন কোন জায়গায় আরও ভাল করতে পারতাম, সে গুলো খোঁজার চেষ্টা করি আমরা। আমার কাছে এটাই একটা ভাল দলের লক্ষণ।’’ মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে সম্ভবত এ ভাবেই আত্মবিশ্বাসী করার চেষ্টা করেছেন গুজরাত অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement