Hardik-Sai Kishore Controversy

হার্দিকের সঙ্গে ঝামেলা, গুজরাত-মুম্বই ম্যাচে প্রাক্তন সতীর্থকে কটূক্তি ভারতীয় অলরাউন্ডারের

মুম্বইয়ের হয়ে অহমদাবাদে খেলতে নেমেছিলেন হার্দিক। সেই ম্যাচে মুম্বই ব্যাট করার সময় ১৫তম ওভারে গন্ডগোল হয় মুম্বইয়ের হার্দিক এবং গুজরাতের কিশোরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১০:৩৮
Share:

হার্দিক পাণ্ড্য এবং সাই কিশোর। —ফাইল চিত্র।

প্রাক্তন দুই সতীর্থের গন্ডগোল। একসময় গুজরাত টাইটান্সের হয়ে একসঙ্গে খেলতেন সাই কিশোর এবং হার্দিক পাণ্ড্য। এখন যদিও হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শনিবার তাঁদের মধ্যেই হঠাৎ গন্ডগোল।

Advertisement

আইপিএলে শনিবার মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্স। হার্দিকের নেতৃত্বে ২০২২ সালে আইপিএল জিতেছিল গুজরাত। পরের বছর ফাইনালও খেলেছিল। সেই হার্দিক ২০২৪ সালে তাঁর পুরনো দল মুম্বইয়ে ফিরে গিয়েছিলেন। এই বছর সেই মুম্বইয়ের হয়েই অহমদাবাদে খেলতে নেমেছিলেন হার্দিক। সেই ম্যাচে মুম্বই ব্যাট করার সময় ১৫তম ওভারে গন্ডগোল হয় মুম্বইয়ের হার্দিক এবং গুজরাতের কিশোরের মধ্যে।

গুজরাত প্রথমে ব্যাট করে ১৯৬ রান করেছিল। সেই রান তাড়া করার সময় ১৫তম ওভারে বল করছিলেন কিশোর এবং ব্যাট করছিলেন হার্দিক। কিশোরের একটি বলে হার্দিক রক্ষণাত্মক শট খেলেন। ব্যাটারের উপর চাপ তৈরি করার জন্য কিশোর বলটি মাটি থেকে তোলার সময় তাকিয়ে থাকেন হার্দিকের দিকে। কিন্তু হার্দিক ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনিও পাল্টা রক্তচক্ষু দেখিয়ে এগিয়ে যান কিশোরের দিকে। সেই সঙ্গে হার্দিককে কিছু বলতেও দেখা যায়।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ম্যাচ শেষে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় কিশোরকে। তিনি বলেন, “হার্দিক আমার খুব ভাল বন্ধু। মাঠের ভিতরে এমন অনেক কিছুই ঘটতে পারে। ব্যক্তিগত পর্যায়ে আমরা এই গন্ডগোল নিয়ে যাই না।”

এ বারের আইপিএলে এখন জয় পায়নি মুম্বই। প্রথম ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেছিল। এ বার গুজরাতের বিরুদ্ধেও পরাস্ত হতে হল তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement