Kashvee Gautam with Hardik Pandya

মহিলা ক্রিকেটারকে ব্যাট উপহার দেবেন হার্দিক, আপ্লুত পাণ্ড্য-ভক্ত গুজরাতের কাশবী

আইপিএলের প্রস্তুতির ফাঁকেই মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই এক মহিলা ক্রিকেটারকে ব্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:০৮
Share:

কাশবীর (বাঁ দিকে) সঙ্গে হার্দিক। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের প্রস্তুতির ফাঁকেই মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই এক মহিলা ক্রিকেটারকে ব্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। কিছুটা ওজন কমিয়ে সেই ব্যাট উপহার দিতে চান।

Advertisement

ডব্লিউপিএলের এলিমিনেটরে গুজরাতের সঙ্গে খেলেছিল মুম্বই। ফাইনালে উঠেছে হরমনপ্রীত কৌরের মুম্বই। তবে সেই ম্যাচে হার্দিক হাজির থাকায় নিজেকে সামলাতে পারেননি কাশবী গৌতম। ম্যাচের পরেই হার্দিকের সঙ্গে দেখা করতে যান। তিনি নিজে হার্দিকের ভক্ত।

কাশবীর সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দেন গুজরাতের ক্রিকেটার হরলীন দেওল। কাশবী হাত মিলিয়ে বলেন, ‘‘আমি আপনার বড় ভক্ত।’’ হার্দিক ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করেন সব ঠিকঠাক আছে কি না, মরসুম কেমন গিয়েছে। কাশবী উত্তর দেন, “সব ঠিক আছে। খুব ভাল একটা মরসুম কাটালাম।”

Advertisement

হরলীন হার্দিককে জানান, কাশবী তাঁর কত বড় ভক্ত। তাঁকে অনুসরণ করেন। হার্দিক তার পরেই জিজ্ঞাসা করেন, “তুমিও তো অলরাউন্ডার। ব্যাট করতে ভাল লাগে?” কাশবী উত্তর দেন, “হ্যাঁ, ব্যাটিং করি। আমার ব্যাটে এইচপি৩৩ লেখা।” এইচপি হল হার্দিকের নাম ও পদবির আদ্যক্ষর। পরেরটি তাঁর জার্সি সংখ্যা।

কাশবীর থেকে এই কথা জানতে পেরে হার্দিক খুশি হয়ে প্রশ্ন করেন, “কত ওজনের ব্যাট ব্যবহার করো?” কাশবী জানান, ১১০০ গ্রাম। হার্দিক বলেন, “আমি ব্যাটের ওজন একটু কমিয়ে তোমাকে পাঠাচ্ছি।” হার্দিকের উপহারের কথা শুনে আপ্লুত হয়ে পড়েন কাশবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement