Hardik Pandya

মুম্বইকে শীর্ষে তুলে হার্দিকের মুখে ক্রিকেটের নতুন ব‍্যাকরণ ‘ব‍্যাটসম‍্যানশিপ’!

ক্রিকেটে পরিচিত শব্দ ‘পার্টনারশিপ’ মুম্বইয়ের ব্যাটিং পাঠ‍্যসূচি থেকে বাদ। তার বদলে এখন তারা বিশ্বাসী ‘ব‍্যাটসম‍্যানশিপ’-এ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০০:৩৪
Share:

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড‍্য। ছবি: পিটিআই।

মুম্বই ইন্ডিয়ান্স প্রথম পাঁচটি ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট তালিকায় ন’নম্বরে ছিল। সেখান থেকে পর পর ছ’টি ম‍্যাচ জিতে সকলকে টপকে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে। অধিনায়ক হার্দিক পাণ্ড‍্যের মুখে দলের নতুন ব‍্যাটিং ব‍্যাকরণ।

Advertisement

ক্রিকেটে পরিচিত শব্দ ‘পার্টনারশিপ’ মুম্বইয়ের ব্যাটিং পাঠ‍্যসূচি থেকে বাদ। তার বদলে এখন তারা বিশ্বাসী ‘ব‍্যাটসম‍্যানশিপ’-এ। বৃহস্পতিবার রাজস্থানকে ১০০ রানে হারানোর পর হার্দিক বলেন, “সকলে পার্টনারশিপের কথা বলে। আমরা বলছি ব‍্যাটসম‍্যানশিপ। আমি আর সূর্য (সূর্যকুমার যাদব) যখন ব্যাট করছিলাম তখন পারসেন্টেজ শট খেলার কথা বলছিলাম। দু’জন ফিল্ডারের ফাঁকে বল পাঠিয়ে রান নেওয়াই যে আসল, সেটা বলছিলাম। রোহিত আর রিকলটনও ওই ভাবেই ব্যাট করেছে। এটাকেই ব‍্যাটসম‍্যানশিপ বলে।

বোলারদের নিয়ে খুশি হার্দিক। বলেন, “আমাদের যে বোলিং আক্রমণ এবং বোলারদের যা অভিজ্ঞতা তাতে আমার আর চিন্তা নেই। সবাই নিজের দায়িত্ব জানে। আমরা সহজ, স্বাভাবিক ক্রিকেট খেলছি। এতেই কাজ হচ্ছে। আশা করছি এ ভাবেই খেলে যেতে পারব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement