Haris Rauf Controversy in Asia Cup 2025

যুদ্ধ জিতেছি! ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা করা রউফের পাশে স্ত্রী মুজ়না, ভারতকে নিশানা করে বিতর্কে

পাকিস্তানের ক্রিকেটারের হয়ে এ বার আসরে নামলেন তাঁর স্ত্রী। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পর ভারতকে নিশানা করলেন হ্যারিস রউফের স্ত্রী মুজ়না মাসুদ মালিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯
Share:

ভারতের বিরুদ্ধে খেলার মাঝে এ ভাবেই হাতের ইশারা করে বিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। ছবি: সমাজমাধ্যম।

ভারত-পাকিস্তান ম্যাচ শেষের পরেও উত্তাপ বাড়ছে। বলা ভাল উত্তাপ বাড়াচ্ছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। কখনও সাহিবজ়াদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় উল্লাস, তো কখনও হ্যারিস রউফের হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি, একের পর এক বিতর্কিত কাণ্ড ঘটাচ্ছেন পাক ক্রিকেটারেরা। এ বার আসরে নামলেন রউফের স্ত্রী মুজ়না মাসুদ মালিক। ভারতকে নিশানা করেছেন তিনি।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি।

ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬-০’ দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬-০ বলে চিৎকার করেছিলেন। রউফ মুখে কিছু না বললেও তাঁর ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। হাতের ইশারায় বিমান ভাঙা বা ছয় সংখ্যা দেখিয়ে পাকিস্তানের সেই দাবিকেই আরও এক বার খুঁচিয়ে তোলেন রউফ।

Advertisement

পাকিস্তানের ক্রিকেটারের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন মুজ়না। সেখানে লেখেন, “ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি।” মুজ়না বোঝাতে চেয়েছেন, পহেলগাঁও হামলা ও তার পর ‘অপারেশন সিঁদুর’-এর সময় দু’দেশের মধ্যে যে সংঘাত হয়েছিল তাতে জিতেছে পাকিস্তান। এই কাজ করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন পাক ক্রিকেটারের স্ত্রী।

এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের আগে থেকেই ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না তা নিয়ে তরজা চলেছে। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার পহেলগাঁও হামলার নিন্দা করেন। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান তিনি। একই কথা শোনা যায় ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখেও।

সুপার ফোরের ম্যাচেও তার অন্যথা হয়নি। অর্ধশতরান করার পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করেন ফারহান। অনেকের অভিযোগ, ভারতীয় ডাগ আউটের দিকে তাকিয়ে একে-৪৭ চালানোর কায়দায় উল্লাস করেছেন তিনি। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন রউফ ও তাঁর স্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement