WPL 2025

আম্পায়ারের সঙ্গে তর্ক, বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে অভব্যতা, শাস্তি মুম্বই অধিনায়ক হরমনপ্রীতের

ডব্লিউপিএলে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্জ়। আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হরমনপ্রীত কৌর তর্ক জুড়ে দেন। অভব্য আচরণও করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:৩৭
Share:

হরমনপ্রীত কৌর। ছবি: এক্স (টুইটার)।

আবার বিতর্কে জড়ালেন হরমনপ্রীত কৌর। শাস্তিও পেলেন। মহিলাদের প্রিমিয়ার লিগে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হরমনপ্রীত মেজাজ হারিয়ে অভব্যতা করেন প্রতিপক্ষ দলের সোফি একলেস্টোনের সঙ্গে। ভারতীয় মহিলা দলের এই আচরণ ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হরমনপ্রীতকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্জ়ের। ঘটনাটি ওয়ারিয়র্জ়ের ইনিংসের শেষ ওভারের। মন্থর ওভার রেটের জন্য পেনাল্টি হয় মুম্বইয়ের। আম্পায়ার অজিতেশ আরগাল মুম্বই অধিনায়ক হরমনপ্রীতকে জানান, ৩০ গজের বৃত্তের বাইরে চার জন ফিল্ডার রাখতে পারবে না। তিন জনকে রাখতে পারবে। আম্পায়ারের কথায় খুশি হননি হরমনপ্রীত। তর্ক জুড়ে দেন তিনি। হরমনপ্রীতের সমর্থনে এগিয়ে আসেন বোলার অ্যামেলিয়া কেরও।

ঠিক সেই সময় ২২ গজের নন স্ট্রাইকার প্রান্ত থেকে এগিয়ে আসেন ওয়ারিয়র্জ়ের একলেস্টোন। তিনি আম্পায়ারের সঙ্গে কথা শুরু করতেই হরমনপ্রীতের মেজাজ সপ্তমে চড়ে যায়। হাত নেড়ে আগ্রাসী মেজাজে একলেস্টোনের সঙ্গে কথা বলতে দেখা যায় উত্তেজিত হরমনপ্রীতকে। যদিও দুই আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

হরমনপ্রীতের এমন অভব্য আচরণে বিরক্ত বিসিসিআই কর্তারাও। ভারতের মহিলা দলের অধিনায়ক ডব্লিউপিএলের আদর্শ আচরণবিধির ২.৮ ধারাভঙ্গে অভিযুক্ত হয়েছেন, যা লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ। আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ এবং প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে অভব্য আচরণের জন্য হরমনপ্রীতকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

বৃহস্পতিবারের ম্যাচে ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন হরমনপ্রীত। ৪ রান করে আউট হয়েছেন গ্রেস হ্যারিসের বলে। যদিও তাঁর দল ৬ উইকেটে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে ওয়ারিয়র্জ় করে ৯ উইকেটে ১৫০। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement