(বাঁ দিকে) বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি (ডান দিকে)। —ফাইল চিত্র।
বিদেশের ফুটবলের ছায়া আইপিএলে। শনিবার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স এবং চেন্নাই সুপার কিংসের খেলা শেষ হওয়ার পর প্রায় হাতহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের কয়েক জন সমর্থক। স্টেডিয়ামের বাইরে তৈরি হয় উত্তেজনা। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
হাড্ডাহাড্ডি ম্যাচের নিষ্পত্তি হয় শেষ বলে। ঘরের মাঠে ২ রানে জেতেন বিরাট কোহলিরা। সমস্যার সূত্রপাত একটি পোস্টারকে কেন্দ্র করে। চেন্নাইয়ের এক সমর্থকের হাতে ছিল পোস্টারটি। ২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির ছবি ছিল। সেই পোস্টার দেখে স্টেডিয়ামের বাইরে উত্তেজিত হয়ে পড়েন বেঙ্গালুরুর কয়েক জন সমর্থক। তাঁরা চেন্নাইয়ের ওই সমর্থককে শারীরিক ভাবে হেনস্থা করতে শুরু করেন। কাছাকাছিই ছিলেন পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা লাঠি হাতে তেড়ে এসে সরিয়ে দেন বেঙ্গালুরুর ওই সমর্থকদের। নিরাপদ দূরত্বে সরিয়ে দেন ওই ধোনি ভক্তকেও। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’পক্ষই দায়ী ঘটনার জন্য। প্রথমে কটূক্তি শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়।
শনিবার প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৫ উইকেটে ২১৩ রান। জবাবে চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২১১ রানে। ম্যাচের শেষ বলে খেলার নিষ্পত্তি হয়।