Arshdeep Singh on Mohammed Siraj

সিরাজের কোন মন্ত্র নিয়ে এশিয়া কাপে নামছেন? জানিয়ে দিলেন অর্শদীপ

এশিয়া কাপে ভারতীয় দলের বড় অস্ত্র অর্শদীপ সিংহ। সেই প্রতিযোগিতায় নামার আগে মহম্মদ সিরাজের পরামর্শে নিজেকে তৈরি করছেন অর্শদীপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ২১:০৫
Share:

মহম্মদ সিরাজ (বাঁ দিকে) ও অর্শদীপ সিংহ। ছবি: সমাজমাধ্যম।

এশিয়া কাপে জসপ্রীত বুমরাহের পাশাপাশি নতুন বল হাতে দেখা যাবে অর্শদীপ সিংহকে। ছোট ফরম্যাটে এখন ভারতের সেরা অস্ত্র তিনি। সেই প্রতিযোগিতায় নামার আগে মহম্মদ সিরাজের পরামর্শে নিজেকে তৈরি করছেন অর্শদীপ। সেই গোপন কথা ফাঁস করেছেন অর্শদীপ নিজেই।

Advertisement

এশিয়া কাপের আগে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন অর্শদীপ। কিন্তু পাঁচ টেস্টের একটিতেও খেলার সুযোগ পাননি। আঙুলে চোট পাওয়ায় শেষ দু’টি টেস্ট থেকে ছিটকেও গিয়েছিলেন তিনি। সেই সময়ই সিরাজ তাঁকে পরামর্শ দিয়েছিলেন।

এখন উত্তরাঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলছেন অর্শদীপ। তার মাঝেই তিনি সিরাজের পরামর্শের কথা জানিয়েছেন। অর্শদীপ বলেন, “গত দুই মাসে আমি শিখেছি, কী ভাবে বিরক্তকর পরিস্থিতিতেও নিজেকে আনন্দে রাখতে হয়। ম্যাচে অনেক সময় আসবে যখন উইকেট পড়বে না। সেই সময় আপনি কী ভাবে নিজেকে আনন্দে রাখছেন সেটাই বড় কথা।”

Advertisement

অর্শদীপ জানিয়েছেন, ইংল্যান্ড সফর চলাকালীন এই বিষয়ে সিরাজের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সিরাজ পাঁচটি টেস্টেই খেলেছিলেন। পাঁচটি টেস্ট ধরে সমান উদ্যম নিয়ে বল করেছেন তিনি। তার রহস্য জানতে চেয়েছিলেন অর্শদীপ। তিনি বলেন, “সিরাজ ভাই বলল, যখন উইকেট পড়বে না, বল কিছু করবে না, তখন যে যত আনন্দ করতে পারবে সে তত সফল হবে। এই মন্ত্র আমি সব সময় মনে রাখব।”

৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। দলীপের ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরশাহি রওনা হবেন অর্শদীপেরা। সেখানে ৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু। ভারতের প্রথম ম্যাচ আমিরশাহির বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে সিরাজের মন্ত্রে নিজেকে তৈরি রাখছেন অর্শদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement