India vs England 2025

পন্থকে রাগিয়ে দিয়ে আউট করেছেন আর্চার! জোরে বোলারের ফাঁদে পা দিয়েই কি লর্ডস টেস্টে হার ভারতের?

সোমবার সকালে ঋষভ পন্থকে আউট করার পর তাঁর উদ্দেশে কিছু বলতে দেখা গিয়েছিল জফ্রা আর্চারকে। কী বলেছিলেন তা ম্যাচের পর জানালেন ইংরেজ বোলার। আর্চারের দাবি, পন্থকে রাগিয়ে দিয়েই আউট করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২৩:০০
Share:

পন্থকে (বাঁ দিকে) আউট করার পর আর্চার। ছবি: সমাজমাধ্যম।

সোমবার সকালে ঋষভ পন্থকে আউট করার পর তাঁর উদ্দেশে কিছু বলতে দেখা গিয়েছিল জফ্রা আর্চারকে। কী বলেছিলেন তা ম্যাচের পর জানালেন ইংরেজ বোলার। আর্চারের দাবি, পন্থকে রাগিয়ে দিয়েই আউট করেছেন তিনি।

Advertisement

লর্ডস টেস্টে জেতার পর ‘স্কাই স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা ফাঁস করেছেন আর্চার। প্রাক্তন ইংরেজ বোলার স্টুয়ার্ট ব্রড তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, পন্থকে আউট করার আগে তাঁকে কী বলেছিলেন? হাসতে হাসতে আর্চারের উত্তর, “ওকে বলেছিলাম, এ বার এই বলটা মেরে দেখাও।”

আর্চারের সংযোজন, “ওটা খুব একটা গর্বের মুহূর্ত নয় আমার জন্য। আসলে সকাল থেকে খুব একটা ভাল বল করতে পারছিলাম না। সব ফুল লেংথে বল করছিলাম। তার মধ্যেই একটা বল পন্থ মেরে বাউন্ডারিতে পাঠিয়ে দিল। ওটার পর নিজের উপরেই খুব বিরক্ত হয়েছিলাম। তাই ওর উইকেটটা পেয়ে খুব শান্তি পেয়েছি।”

Advertisement

সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন আর্চার। দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট পেয়েছেন। প্রত্যাবর্তন নিয়ে খুশি ইংরেজ বোলার। বলেছেন, “ফেরার পর বেশ একটা পরিশ্রমের টেস্ট গেল। যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ওভার বল করেছি। লর্ডসে এর আগে একটাই টেস্ট খেলেছি। আগের বারের মতো এ বারেরটাও বিশেষ অনুভূতির। অনেক দিন ধরেই এই দিনটার স্বপ্ন দেখছিলাম। তাই সুযোগ পেয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করতে চেয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement